কালান্তর পত্রিকা
৬ জুন, ১৯৭১
মেহদী মাসুদের ওপর বিধিনিষেধ আরোপ
ভারত সরকারের কড়া ব্যবস্থা
নয়দিল্লী, ৫ জুন (ইউএনআই)- কলকাতার পাকিস্তান ডেপুটি হাইকমিশনার মেহদী মাসুদ ও হাইকমিশনের অন্যান্য পশ্চিম পাকিস্তানী কর্মচারীর গতিবিধির উলর ভারত সরকার বিধিনিষেধ আরোপ করেছেন। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য, ১ মদ থেকে ঢাকার ভারতীয় কূটনৈতিক কর্মচারীদের ওপর পাকিস্তান সরকার অনুরূপ বিধিনেষেধ চাপিয়েছেলন।
ভারতীয় সরকারী সূত্র থেকে বলা হয়েছে ভিয়েনা সনদে প্রতিষ্ঠিত কূটনৈতিক সম্পর্কের রীতিনীতি ও মর্মবস্তু অগ্রাহ্য করে পাকিস্তান সরকার ঢাকায় অবস্থানকারী ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী কিরণ চন্দ্র সেনগুপ্তকে অন্তরীণ করে এক অভূতপূর্ব নজির সৃষ্টি করেছেন। পাকিস্তানী কূটনৈতিক কর্মীদের ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা অবলম্বন করবেন।
পাকিস্তান সরকার ঢাকার ভারতীয় কূটনৈতিক কর্মীদের বিনা অনুমতিতে নিজেদের মধ্যে বা বাইরের কারোর সঙ্গে যোগাযোগ রক্ষা করতে দেয়নি। শুধুমাত্র একটি ব্যতিক্রমঃ শ্রী সেনগুপ্ত দিনে এক বা দুবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারকে টেলিফোন যোগাযোগ করতে পারেন
ঢাকার প্রত্যেক ভারতীয় কূটনৈতিক কর্মীর বাসভবনের বাইরে সশস্ত্র মিলিটারী প্রহরা মোতায়েন আছে।
বিধিনিষেধ জারি হবার পর দু’দেশের মধ্যে দূত বিনিময় করার জন্য কয়েকটি বন্ধু রাষ্ট্র প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু পাকিস্তান সরকার কোন পরমর্শতেই কান দেননি। ভারতীয় সরকারী মহল থেকে বলা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে ভারত কলকাতায় অবস্থানকারী পাক কূটনৈতিক কর্মীদের গমনাগমনের ওপর বিধিনিষেধ চাপাতে বাধ্য হল।
প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য লোকসভায় ও রাজ্যসভায় কমিউনিষ্ট সদস্যরা বলেছিলেন, যেখানে ঢাকায় ভারতীয় কূটনৈতিক কর্মীদের অসম্মান ও অপমানের বোঝা মাথায় নিয়ে অন্তরীণ থাকতে হয়েছে সেখানে কলকাতার পাক কূটনৈতিক কর্মীদের ‘রাজার হালে’ কোন যুক্তি নেই।