পুরনো কথা বলে আমাদের কথা যারা উড়িয়ে দেয় তাদের কথাও যে পুরনো সেটা তারা ভুলে যায়। হয়ত তারাও জানেনা তারা কার বা কাদের পারপাস সার্ভ করছে। আসুন দেখি কিছু পাকিস্তানিদের বাঙালী সম্পর্কে করা গুরুতর অপ-অনুসিদ্ধান্ত।
১। মুসলমানদের বাঙালিরা পছন্দ করত না। পছন্দ করত হিন্দুদের। – জেনারেল ফজল মুকিম খান
২। শিক্ষা ব্যবস্থা ছিল হিন্দুদের নিয়ন্ত্রণে। তারাই পাকিস্তান বিরোধী প্রচার করে। ফলে পাকিস্তানের সংহতি দানা বাঁধেনি। – সাদুল্লা
৩। পূর্ববঙ্গের হিন্দুরা সব জমিদার (১৯৭১ সালেও)। তারা মুসলমানদের শোষণ করেছে। – সাদুল্লা
৪। বাঙালিরা ধুতি পরে। (অর্থাৎ হিন্দুদের অনুসরণ করে) – জেনারেল ফরমান আলি
৫। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘মুক্ত’ করতে গেলে সবচেয়ে বেশি প্রতিরোধ এসেছিল জগন্নাথ (হিন্দু) হল থেকে। – জেনারেল ফরমান আলি
৬। ভারত প্রথম থেকে পূর্ব পাকিস্তান ভাঙ্গার কাজে নিয়োজিত ছিল। – উমর
৭। ১৯৪৭ সালের পরও হিন্দু শিক্ষকেরা রয়ে গেছে পূর্ব পাকিস্তানে। – উমর
৮। বাঙালিরা জারজ (বাস্টার্ড) – উমর
৯। বাঙালিরা ছিল প্রচণ্ডভাবে হিন্দু প্রভাবিত। – লে জেনারেল মতিনউদ্দিন
১০। ২৩ মার্চ ৩২ নং থেকে একদল হিন্দু বেরুল। – লে জেনারেল জহির
১১। হিন্দুরা চারপেয়েতে বসে, মুসলমানরা মেঝে। – জেনারেল মিঠা।