জাম্বিয়া ডেইলি মেইল | ১৪ জুন ১৯৭১ | মানবতার ধ্বংসলীলা
আমরা মনে করি পুরো বিশ্বকে ট্যাংক, সেল, দুর্ভিক্ষ ও মহামারীতে মানবজীবনের যে ধ্বংসলীলা চলছে তার পাশে দাঁড়ানো। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সরকার জোর করে তার কর্তৃত্ব গ্রহণ মেনে নিতে পূর্ব পাকিস্তানিদের বাধ্য করার চেষ্টা করছে।কয়েক মাস আগে দন্ধ শুরু হবার পর থেকে হাজার হাজার মানুষ বুলেট, অনাহার এবং রোগে মারা যাচ্ছে। সঠিক সংখ্যা জানা যায়নি এবং কখনোই জানা যাবেনা। পাকিস্তানের সরকারি সেনারা গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ আছে।
প্রতিটি সরকারের বিদ্রোহী দমনের অধিকার আছে। কিন্তু আমরা মনে করি যে, পাকিস্তানের ক্ষেত্রে, প্রাণ ক্ষয় অস্বাভাবিক অনুপাত পৌঁছেছে। এটা মনে হচ্ছে যে এখান ইচ্ছাকৃতভাবে পূর্ব পাকিস্তানের মানুষকে খতম করার চেষ্টা করা হয়েছে।