বিউনো এয়ারেস হ্যারাল্ড | ৭ জুন ১৯৭১ | সম্পাদকীয় পূর্ব পাকিস্তানে হত্যা
এই এলাকার লোকজনদের জীবিত রাখতে একটি বিশাল আকারের আন্তর্জাতিক ত্রাণ সহায়তা অপারেশন দরকার। এটা খুবই খারাপ যে বিশ্বমত পূর্ব পাকিস্তানে হত্যাকাণ্ড থামাতে পারেনি। কিন্তু বিশ্ব অলসভাবে বসে থাকতে পারেনা এবং আরেকটি ট্রাজেডির সুযোগ দিতে পারেনা। মানুষকে জাগরিত করতে পারলে মানুষের দুর্ভোগ প্রশমিত করা সম্ভব। সহানুভূতিকে সাহায্যে পরিণত করা কঠিন নয়। সমস্যা হচ্ছে মানুষকে মানবতার দিকে আগ্রহী করে তোলা।