বাঙলাদেশ নিয়ে জালিয়াতি
সবিনয় নিবেদন,
“বিশেষ প্রতিনিধি” লিখিত “বাঙলাদেশ নিয়ে এই জালিয়াতি, প্রতারণা বন্ধ হােক” প্রবন্ধ প্রকাশের জন্য আপনাদের সাধুবাদ জানাই। যে বিশেষ বইটির উল্লেখ আপনাদের বিশেষ প্রতিনিধি করেছেন দুর্ভাগ্যক্রমে বিজ্ঞাপন দেখে আমি নিজেও সেটিকে আনিয়ে ঠকি।
তবে এই প্রতারণা কেবল বাংলাদেশ সম্পর্কেই হচ্ছে না। বিখ্যাত দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেখে আমাদের অফিস থেকে একটি বিখ্যাত অভিধান (ইংরেজি) কিনে দেখি যে সে অভিধানটি ১৯৬১ সালে ছাপা হয়েছে লন্ডনে (অর্থাৎ সংস্করণ তারও অনেক পূর্বের।) এই পুরনাে অভিধানকে ১৯৭১ সালে পাঠকদের সামনে প্রকাশনার সাল তারিখ না জানিয়ে আনার অর্থ প্রতারণা ছাড়া আর কিছুই নয়। কিছুদিন আগে আমি নিজেও বিজ্ঞাপন দেখে বিজ্ঞান সম্পর্কিত কিছু ইংরেজি বই (মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত) কিনে ঠকেছি কারণ সেগুলাে চার বছর আগেকার ছাপা।
পুস্তক রচনা করা এবং প্রকাশ করা দুটি কাজই আজ ব্যবসায় পরিণত হওয়ায় এ ধরনের প্রতারণা থেকে সমাজকে রক্ষা করার উপায় হলাে, উচ্চতর নৈতিক মান বজায় রাখার জন্য প্রকাশক এবং পুস্তক ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করা এবং পুস্তক সমালােচনা জোরদার করা ।
সুভাষচন্দ্র সরকার
পাটনা
সূত্র: সপ্তাহ, ৪ জুন ১৯৭১