দশ লক্ষ
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ২৯ এপ্রিল ২৫ মার্চ তারিখের পর বাংলাদেশ থেকে এই পর্যন্ত এরাজ্যে প্রায় ১০ লক্ষ মানুষ এসেছেন বলে জানা গেল।
রাজ্যের উপমুখ্যমন্ত্রী শ্রীবিজয় সিং নাহার আজ এ বিষয়ে জানিয়েছেন যে এই নবাগত শরণার্থীদের সীমান্ত অঞ্চলে শিবির করে রাখার নানা অসুবিধা দেখা দিয়েছে। তিনি জানান এই শরণার্থীদের যাতে অন্য রাজ্যে শিবির করে রাখা যায় তার জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে লিখেছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাঙলাদেশের অবস্থা স্বাভাবিক হলেই এই শরণার্থীগণ বাঙলাদেশে যাবেন।
সূত্র: কালান্তর, ৩০.৪.১৯৭১