ন্যাশনাল হেরাল্ড
২৬ মে, ১৯৭১
নির্যাতনের চিত্র
করিমগঞ্জ, ২৫ শে মে – পূর্ব বাংলার দুই অধ্যাপক গতকাল সংবাদিকদের বলেন বাংলাদেশের প্রচুর সংখ্যক যুবতী মেয়েকে সিলেট জেলার বিভিন্ন ক্যাম্পে ইয়াহিয়া’র কুকুরদের কল গার্ল হিসেবে বন্দি করে রাখা হয়েছে।
পাকিস্তানী সেনাদের এই “ভয়ানক অত্যাচারের” একটি ছবি তুলে তারা বলেন, “এই যুবতী নারীদের কোনও শাড়ি ছাড়াই রাখা হয় এবং তাদের সৈন্যদের ইচ্ছার অধীনে পরিচালিত করা হয় যখন তারা তাদের খায়েশ মেটাতে চান।’’
নাম প্রকাশে অনিচ্ছুক এই দুজন শিক্ষাবিদ বলেন, “সহিংসতা ও নিপীড়নের অহংকারে দখলদার বাহিনী বাংলাদেশের জনগণকে শেষ করার জন্য এবং স্বাধীনতা আন্দোলনকে ধ্বংস করার জন্য নতুন পন্থা অবলম্বন করেছে। তারা বাঙালিদের দিয়ে জোর করে তাদের ঘরবাড়ি এবং বাজারের লুণ্ঠন করে এবং ফটোগ্রাফ গ্রহণ করে। এই ছবিগুলি তারা বিদেশে পাঠায় যাতে সেগুলো সেখানকার টেলিভিশনে প্রচার করা হয় এই বলে যে ‘বাঙালিরা অবাঙ্গালিদের ঘর লুট করছে’ অথবা ‘’হিন্দুরা মুসলমানদের ঘরে লুট করছে’’।
এছাড়াও তারা রেডিও পাকিস্তানে “জঘন্য এবং বানোয়াট প্রচারণা” প্রচার করছে, যাতে তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটাতে পারে। “বিশ্বকে বোকা যাবেনা”, তারা বলে। পিটিআই।