শরণার্থীরা বর্ষায় নতুন সমস্যার মুখে
কলকাতা ২৪ জুন (সংবাদদাতা) বর্ষা আরম্ভের সঙ্গে সঙ্গে শিবিরে শরণার্থীদের নতুন নতুন অসুবিধা ভােগ করতে হচ্ছে। হাসনাবাদ, ঢাকি, বাসেরহাট, কটিয়া, তেঁতুলিয়া প্রভৃতি সকল শিবিরেই ব্যাপক আকারে সর্দি-কাশি-জ্বর দেখা দিয়েছে। আর নিত্য সাথী হয়েছে আমাশয় ও চুলকানি-পাঁচড়া। তবে কলেরা কমেছে। সরকার অবশ্য কিছুটা চিকিৎসা ব্যবস্থা খাড়া করেছেন। দুপুর ৩ টে থেকে বিকেল ৬টা পর্যন্ত আমাশা ও সর্দিজ্বরের বড়ি মিলছে। কিন্তু রােগীর চাপ এত বেশি য়ে চিকিৎসা অসম্পূর্ণ থেকে যাচ্ছে।শরণার্থীদের জ্বালানির অভাব দেখা দিয়েছে। বর্ষার আগে কুড়িয়ে বাড়িয়ে চলছিল। কিন্তু এখন শুকনাে জ্বালানি মেলা ভার। তাছাড়া খােলা আকাশের নিচে নিশ্চিন্তে রান্নার উপায় নেই। তাই শরণার্থীদের বাঁচিয়ে রাখতে হলে শুধু চাল-ডাল-আলু-পিয়াজ দিয়ে কাজ হবে না; সেই সাথে দরকার জ্বালানি, তেল, সাবান, সােডার নিম্নতম ব্যবস্থাটি অবশ্যই চাই। আর চাই অসুস্থ লােকের পথ্যের ব্যবস্থা। এরা ভাত ডাল খেয়ে অসুখ দূর করতে পারবেন না জেনে গরম জল খেয়ে পথ্যের অভাব মেটাচ্ছেন।
সূত্র: কালান্তর, ২৫.৬.১৯৭১