হােসেন আলীকে মুক্ত করতে শরণার্থীরা পাক দূতাবাসে
ঢুকে পড়তে পারে বাংলাদেশ মিশনের হুঁশিয়ারি
নয়াদিল্লী, ৮ নভেম্বর (ইউএনআই) পাক হাই কমিশনে আটক কূটনৈতিক জনাব হােসেন আলি ও তাঁর পরিবারকে অবিলম্বে মুক্তি না দেওয়া হলে হাই কমিশনে বাঙলাদেশের শরণার্থীদের বিক্ষোভ প্রদর্শনের সম্ভাবনার বিষয়টি বাঙলাদেশ দূতাবাস নাকচ করে নি। দূতাবাসের জনৈক মুখপাত্র আজ সাংবাদিকদের বলেছেন, পাক হাই কমিশনের কয়েদখানা থেকে জনাব হােসেন আলি ও তার পরিবারকে মুক্ত করার জন্য রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের কাছে যে আবেদন করা হয়েছে তা ব্যর্থ হলে সমুচিত ব্যবস্থা নেওয়া হতে পারে।
তিনি কসাই ইয়াহিয়াকে মারাত্মক পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, দিল্লীতে ইয়াহিয়ার প্রতিনিধিরা যেন মনে রাখে আমাদের নীতি দাঁতের বদলে দাঁত এবং নখের বদলে নখ। | পূবাহ্নে মুরাদ ও মুরশিদ হােসেন আলির দুই শিশুপুত্রের নেতৃত্বে পাক হাইকমিশনের সম্মুখে বিক্ষোভ প্রদর্শিত হয়।
সূত্র: কালান্তর, ৯.১১.১৯৭১