You dont have javascript enabled! Please enable it! ন্যাশনাল জাইট্যুং | বার্নি, ১৩ জুন ১৯৭১ | অবর্ননীয় পরিস্থিতি -হেনরিখ কুন - সংগ্রামের নোটবুক

ন্যাশনাল জাইট্যুং | বার্নি, ১৩ জুন ১৯৭১ | অবর্ননীয় পরিস্থিতি -হেনরিখ কুন

গাঙ্গেয় বদ্বীপ এলাকায় যা ঘটছে তা সংকীর্ণ অর্থে সিভিল ওয়ার নয় বরং এটি প্রতিহিংসামূলক নিষ্ঠুর এবং রক্তাক্ত খেলা যা পশ্চিম পাকিস্তানের শাসক চক্রের উস্কানিতে হচ্ছে।

ইসলামাবাদের বারবার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে যে পুনরাবৃত্তি করছে – সেই কথা আমাদের নির্ভরযোগ্য সূত্রের সাথে মিলছে না। সেখানকার পরিস্থিতি শোচনীয়। শহর ও গ্রাম ধ্বংস করা হয়েছে এবং সেখানকার অর্থনৈতিক জীবন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে।

ঠিক এই মুহূর্তে বাংলার ট্র্যাজেডি স্ক্যান্ডালে পরিণত হয়েছে। ক্ষমতাশালী বড় দেশগুলোর কেউ বাঙ্গালীদের উপর এই নিষ্ঠুরতার বিরুদ্ধে আঙ্গুল উঁচু করছে না।