শরণার্থী শিবির পরিদর্শন
ডঃ দ্রম্ব আদোরা ও ডাঃ মামুদ টোব্বে ত্রিপুরার বিভিন্ন শরণার্থী শিবিরগুলি সফর করে শরণার্থীদের মুখ থেকে ইয়াহিয়ার অবর্ণনীয় অত্যাচারের কাহিনী সংগ্রহ করেন। বাঙলাদেশের শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার আকুল আগ্রহের কথাও তারা শােনেন। পাকিস্তানের প্ররােচনামূলক কাজের সাক্ষী ত্রিপুরার গােলা বিধ্বস্ত কোন কোন অঞ্চল তারা পরিদর্শন করেন এবং আক্রান্ত পরিবারগুলােকে সান্ত্বনা দেন। ৩০ আগষ্ট বিশ্বশান্তি আন্দোলনের ঐ দুই বিশিষ্ট নেতা ত্রিপুরা ত্যাগ করেন।
সূত্র: কালান্তর, ৪.৯.১৯৭১