শরণার্থীদের জন্য জাপানের অতিরিক্ত সাহায্য
নয়াদিল্লী, ৩ সেপ্টেম্বর (ইউ এন আই)- জাপান ভারতে আগত শরণার্থীদের জন্য ১৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের অতিরিক্ত সাহায্য মঞ্জুর করেছে। এখানকার জাপানী দূতাবাস থেকে প্রচারিত এক বিবৃতে ঐ মর্মে ঘােষণা করে বলা হয়েছে যে, জাতিসংঘের শরণার্থী হাই কমিশন ও বিশ্ব-খাদ্য কর্মসূচির মাধ্যমে ঐ সাহায্য দেওয়া হবে। জাপান ইতিপূর্বে ১৮৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের চাল শরণার্থীদের সাহায্য বাবদ পাঠিয়েছে।
সূত্র: কালান্তর, ৪.৯.১৯৭১