You dont have javascript enabled! Please enable it! 1971.09.12 | বাণীপুরের শরণার্থী শিবিরে জনসভা | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাণীপুরের শরণার্থী শিবিরে জনসভা

হাবড়া, ১২ সেপ্টেম্বর (নিজস্ব) বাণীপুর শরণার্থী শিবিরের জে-টি-টি ক্যাম্পের স্বেচ্ছাসেবদের উদ্যোগে সম্প্রতি আহূত এক জনসভায় কমিউনিস্ট নেতা ডাঃ সাধন সেন বাঙলাদেশের মুক্তিযুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করেন ও সাম্প্রদায়িকতার বিপদ সম্পর্কে সজাগ করে দেন।
এ প্রসেঙ্গ ডাঃ সেন বলেন—বাঙলাদেশ একজাতি হিসেবে রাম-রহিম কাঁধে-কাঁধে নিয়ে লড়াই করছে। এই সাম্প্রদায়িক ঐক্যকে চোখের মণির মতাে রক্ষা করতে হবে। কোনও রকম সাম্প্রদায়িক বিদ্বেষজনিত উচ্ছলতা যেন এই আন্দোলনকে ভ্রান্তপথে চালিত না করতে পারে।
সভায় সভাপতিত্ব করেন বাণীর নিম্ন বুনিয়াদী শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রীঅধমরেন্দ্র দত্ত চৌধুরী। সভাশেষে মহাবিদ্যালয়ের ছাত্রীরা গান গেয়ে শােনান।

সূত্র: কালান্তর,১২.৯.১৯৭১