ভারতে শরণার্থী সংখ্যা ৮৫ লক্ষ ২০ হাজার
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ১০ সেপ্টেম্বর ভারতে এ পর্যন্ত ৮৫’২০ লক্ষ শরণার্থী এসেছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৬৫০৭ লক্ষ, ত্রিপুরায় ১৩০৮ লক্ষ, মেঘালয়ে ৪’৪১ লক্ষ, আসামে ২’৫৫ লক্ষ এবং বিহারে ‘০৯ লক্ষ শরণার্থী রয়েছেন বলে সরকারী সূত্রের খবরে প্রকাশ। পশ্চিমবঙ্গে ৬১৫টি, ত্রিপুরায় ২৭৩টি, মেঘালয়ে ১৭টি, আসামে ২৭টি এবং বিহারে ৩টি শিবির খােলা হয়েছে।পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়ে এবং আসামে শিবিরবাসীদের সংখ্যা যথাক্রমে ৪৪’৮১ লক্ষ, ৮১৮ লক্ষ, ৩৯১ লক্ষ এবং ১৭৫ লক্ষ। পশ্চিমবঙ্গ (৫), ত্রিপুরা (৩), আসাম (৩), বিহার (১), মধ্যপ্রদেশ (২) এবং উত্তর প্রদেশ (১) যে ১৫টি কেন্দ্রীয় শিবির রয়েছে তার শরণার্থীর সংখ্যা ৩,৭৬,৩০৩ জন।
সূত্র: কালান্তর,১১.৯.১৯৭১