শরণার্থীদের ব্যয়ভার বহনের জন্য কোন নতুন কর প্রবর্তন হবে না
কলকাতা, ৮ সেপ্টেম্বর- বাঙলাদেশ থেকে আগত শরণার্থীদের ব্যয়ভার মেটানাের জন্য সরকার আপাতত কোন নতুন কর ধার্য করবেন না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রী ওয়াই,বি, চ্যবন আজ সাংবাদিকদের জানান। তবে রাজস্ব আরও বেশি আদায় করার জন্য সরকার নতুন কোন ব্যবস্থা চালু করতে পারেন বলে শ্রী চ্যবন জানান। ইউ এন আই জানাচ্ছে যে, এই বছরের ডিসেম্বর পর্যন্ত শরণার্থীদের ২০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে, তিনি বলেন, চলতি আর্থিক বছরের মার্চ পর্যন্ত ব্যয়ের হিসাব এখন করা হবে। নতুন করে প্রবর্তনের বদলে সরকারী ব্যবস্থা কি হবে এই প্রশ্নে তিনি বলেন, যেমন অনাদায়ী ৩০০ কোটি টাকার কর আদায়ে চেষ্টা হবে।
সূত্র: কালান্তর,৯.৯.১৯৭১