ফৌজশাহী ৭জন ছাত্রনেতাকে তলব করেছে। করাচি, ৪ মে–রেডিও পাকিস্তানের খবর : বাংলাদেশের সাতজন ছাত্রনেতাকে ফৌজী শাহী আগামী সােমবারের মধ্যে ঢাকা আদলতে হাজির হতে বলেছে।
| ওই ছাত্রনেতারা গত ২৩ মার্চ এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা তুলেছিলেন। বােঝা যাচ্ছে। যে, দখলদার ফৌজ তাদের ধরতে পারেনি। এঁদের মধ্যে আছেন–সর্বশ্রী এস এম আবদুর রব, আবদুল কুদ্দুস, নূর–ই আলম সিদ্দিকী ও শাহজাহান সিরাজ। এরা সকলেই আওয়ামী লীগপন্থী ছাত্র লীগের বিশিষ্ট নেতা।
| দুই পুরনাে লীগ নেতা। আগরতলা থেকে খবর : বাংলাদেশ দখলদার পাকফৌজী দুজন পুরনাে সাম্প্রদায়িকতাবাদী মুসলিম লীগ নেতাকে দিয়ে তাদের অনুকূল বক্তৃতা দেওয়াচ্ছে। ওই দুজন হলেন–খুলনার সবুর খা ও শাহ আজিজুর রহমান। তাঁদের বক্তৃতাগুলি ফৌজী কর্তৃপক্ষই লিখে দিচ্ছে।
৫ মে ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা