You dont have javascript enabled! Please enable it! 1971.09.22 | মানা শিবিরে আমাশয় ও অর্জীণ রােগের প্রাদুর্ভাব- প্রতহ্য গড়ে ৩৫ জনের মুত্যু | কালান্তর - সংগ্রামের নোটবুক

মানা শিবিরে আমাশয় ও অর্জীণ রােগের প্রাদুর্ভাব
প্রতহ্য গড়ে ৩৫ জনের মুত্যু

বােম্বাই, ২১ সেপ্টেম্বর (ইউ এন আই)- মানার বাংলাদেশ শরণার্থী শিবিরে আমাশয় ও অর্জীণ রােগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বােম্বাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা গঠিত ত্রাণ সংক্রান্ত দলটি এখানে ফিরে এসে এজেন্সী প্রতিনিধিকে বলেন যে, প্রত্যহ ২৯ থেকে ৪৯ জন উপযুক্ত রােগ দুটিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। মৃত্যুর কারণ উল্লেখ করে তারা বলেছেন যে, উপযুক্ত সময়েই চিকিৎসার অভাবেই বহু রােগীর মৃত্যু ঘটেছে। ওষুধের অভাব নেই, কিন্তু ডাক্তারের সংখ্যা এত অপ্রতুল যে রােগীর চিকিৎসা করার যথেষ্ট অসুবিধা দিয়েছে বলে তারা মন্তব্য করেছেন। মাত্র ৪ জন চিকিৎসককে ৬০ হাজার শরণার্থীর প্রতি নজর রাখতে হয়েছে। উক্ত দলের পক্ষ থেকে আরও জানানাে হয়েছে যে, খাদ্যের যেমন অভাব তেমন বস্ত্রেরও অভাব দেখা দিয়েছে।

সূত্র: কালান্তর,২২.৯.১৯৭১