You dont have javascript enabled! Please enable it! 1971.09.08 | বাঙলাদেশের আত্মনিয়ন্ত্রণের অধিকারে স্বীকৃতিই সমস্যার একমাত্র সমাধান | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশের আত্মনিয়ন্ত্রণের অধিকারে স্বীকৃতিই সমস্যার একমাত্র সমাধান
ডঃ আপথেকার ও ডঃ মুসার মন্তব্য
আরব দেশে পাক প্রচার অনেক জোরদার

লুধিয়ানা, ৭ সেপ্টেম্বর (ইউ এন আই)- মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট নেতা ডঃ হার্বাট আপথেকার এবং ইতালির পার্লামেন্ট সদস্য ডঃ মুসা গতকাল বলেছেন, বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান হলাে বাঙলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রনের অধিকারকে স্বীকৃতি দান। উল্লেখযােগ্য বিশ্ব শান্তি সংসদের এই দুই সদস্য শরণার্থী শিবিরগুলি পরিদর্শন করার জন্য ভারতে এসেছেন। আজ সাংবাদিকদের কাছে ভাষণ প্রসঙ্গে ঐ দুই বিশিষ্ট নেতা শরণার্থীদের ত্রাণকার্যে অপর্যাপ্ত আন্তর্জাতিক সাহায্যের সমালােচনা করেন। শরণার্থীদের আগমনের ফলে উদ্ভূত পরিস্তিতির মােকাবিলায় কেন্দ্রীয় সরকারের কাজের তারা প্রশংসা করেন। তারা উভয়ই সাংবাদিকদের বলেন, বিশ্বের জনমত ক্রমেই পাকিস্তানের বিরুদ্ধে সােচ্চার হচ্ছে। এর প্রমাণ হিসেবে তারা, বিভিন্ন দেশের পার্লামেন্টে বাংলাদেশ প্রশ্নটির আলােচনার কথা উল্লেখ করেন। পূর্বাহ্নে পাঞ্জাব প্রদেশ ছাত্র ফেডারেশনের এক সম্মেলনে বিশ্ব শান্তি আন্দোলনের ঐ দুই নেতা ডঃ মুসা ও ডঃ আপথেকার বলেন যে, বাঙলাদেশ সমস্যা এখন আন্তর্জাতিক সমস্যার রূপ নিয়েছে তারা উভয়েই পাক বর্বরতা বন্ধ করার জন্য জাতিসংঘের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
শরণার্থী শিবির পরিভ্রমণরত লেবাননের আর এক জননেতা মহমদ টোকো আজ পাটনায় বলেছেন যে, বাঙলাদেশের বিষয়ে আরব দেশগুলিতে পাকিস্তানের প্রচার ভারতে অনেক বেশি। রত্রে প্রচার দুর্বলতার দরুণ আরব রাষ্ট্রগুলির মানুষেরা বাঙলাদেশের বক্তব্য বুঝতে ক্ষম হননি বলে তিনি মন্তব্য করেন। ইতিপূর্বে ইতালীর পার্লামেন্টের অপর একজন সদস্য শ্রীআন্তোনল্লো ট্রম্বাদোরি বাঙলাদেশ সমস্যার রাজনৈতিক বা গণতান্ত্রিক সমাধানের পূর্বশর্ত হিসেবে শেখ মুজিবর রহমানের মুক্তির দাবি জানান। তিনি বলেন, শেখ মুজিবরের মুক্তির প্রশ্নটির উপর সমস্ত স্বাধীনতাকামী গণতন্ত্রপ্রিয় মানুষদের এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকারদের একতাবদ্ধ হয়ে পাক জঙ্গীশাহীর উপর চাপ সৃষ্টি করা উচিত। প্রসঙ্গত উল্লেখযােগ্য, জনাব মুহম্মদ টব্বো এবং শ্রীকান্তোনিল্লো ট্রদাদোরি উভয়েই বিশ্ব শান্তি সংসদের সদস্য। সারা ভারত শান্তি সংসদের আমন্ত্রণে ভারতে এসেছেন।

সূত্র: কালান্তর,৮.৯.১৯৭১