ইথিয়ােপিয়ায় ভারতের আইনমন্ত্রী আদ্দিস
আবাবা, ১৯ সেপ্টম্বর (এ পি)- আইনমন্ত্রী শ্রী এইচ, আর গােখলে আজ এখানকার সরকারী কর্তৃপক্ষের সঙ্গে বাঙলাদেশ সংকট নিয়ে আলােচনা করেন, তিনি তাঁদের কাছে এ সম্পর্কে ভারতের মতামত বিশ্লেষণ করেন। শ্রী গােখলে এর আগে সােমালিয়া জাম্বিয়া সফর করে আসেন। দেশ দুটি সরকারের কাছেও তিনি ৮৫ লক্ষ বাঙলাদেশ শরণার্থীর বিষয়ে তাঁর সরকারের গভীর উদ্বেগের কথা জানান আগামী বুধবার তিনি নাইরােবি যাত্রার আগে তিনি ইথিয়ােপিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলবেন। এখানকার সরকারী দৈনিক “ইথিয়ােপিয়ান হেরন্ড” এক সরকারী নিবন্ধে বলেছে, বাঙলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ শরণার্থীর আশ্রয় ও ত্রাণের ব্যাপারে বিশ্বের উচিত ভারতকে সাহায্য করা। “বিশ্ব রাষ্ট্রগুলির উচিত এই করুণ পরিস্থিতির সমাধান খুঁজে বের করা”।
সূত্র: কালান্তর,২০.৯.১৯৭১