অপুষ্টিতে নব্বই হাজার শরণার্থী শিশু মৃত্যুর সম্মুখীন
নয়াদিল্লী,২৮ সেপ্টেম্বর (ইউ এন আই)- যদি অবিলম্বে বিশেষ কার্যক্রম গ্রহণ না করা হয় তবে বাঙলাদেশ থেকে আগত শরণার্থী শিশুদের মধ্যে প্রায় নব্বই হাজার শিশু আগামী তিন সপ্তাহে অপুষ্টিজনিত রােগে মারা যেতে পারে। আজ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা শ্রী জে বি শ্রীবাস্তব এই তথ্য জানান। তিনি বলেন ৪০লক্ষ শরণার্থী শিশুদের মধ্যে প্রায় ২ লক্ষ শিশু অপুষ্টিতে ভুগছে। তিনি আরাে জানান যে সরকার এই অবস্থার মােকাবেলা করার জন্য বিশদ কর্মসূচী গ্রহণ করেছে।
সূত্র: কালান্তর,২৯.৯.১৯৭১