শরণার্থীদের পােশাকের জন্য সাড়ে ছয় কোটি টাকা মঞ্জুর
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৬ অক্টোবর- শিবিরে অবস্থানকারী বাঙলাদেশ শরণার্থীদের কাপড়-পােশাক দেবার জন্য ভারত সরকার সাড়ে ছ’কোটি টাকা মঞ্জুর করেছেন। আজ রিলিফ কমিশনার শ্রীবি কে ভট্টাচার্য এই তথ্য জানিয়ে বলেন, যে সকল শরণার্থী ইতােমধ্যে অন্য কোনাে সেবা প্রতিষ্ঠানের কাছ থেকে পােশাক পেয়েছেন তারা সরকারী পােশাক পাবেন না। এই পােশাক কেনার জন্য জেলা শাসকদের সভাপতি করে প্রতি জেলায় একটি কমিটি হয়েছে। কমিটি টেন্ডার ডেকে কাপড় ও পােশাক কিনবে। প্রত্যেক পূর্ণ বয়স্ক পুরুষকে ধুতি, লুঙ্গি ও জামা, মহিলাদের শাড়ি ও ব্লাউজ আর শিশুদের জামা বা ফ্রক ও প্যান্ট দেওয়া হবে।
সূত্র: কালান্তর, ৭.১০.১৯৭১