প্রতিদিন গড়ে ৪১ হাজার শরণার্থী আসছে
-শ্রম ও পুনর্বাসন মন্ত্রীর তথ্য পেশ
নয়াদিল্লী, ৬ অক্টোবর (ইউ এন আই)- প্রতিদিন গড়ে বাঙলাদেশ থেকে ৪১ হাজার শরণার্থী ভারতে প্রবেশ করছেন। শ্রম ও পুনবার্সন দপ্তরের মন্ত্রী শ্রী আর কে খাদিলকর আজ সাংবাদিকদের কাছে এই মর্মে এক বিবৃতি দিয়ে বলেন যে, যদি এই হারে শরণার্থী আসতে থাকেন তবে ২-৩ মাসের মধ্যে শরণার্থী সংখ্যা ১ কোটি ২০ লক্ষকে অতিক্রম করবে। বাঙলাদেশে গেরিলা আক্রমণ তাে বৃদ্ধি পাচ্ছে সামরিক বাহিনীর অত্যাচারও সেই পরিমান বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় জনসাধারণ সামরিক বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং খাদ্য
পেয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন বলে শ্রীখালিদকর বলেন। তিনি বলেন, গেরিলা বাহিনী বেশ কয়েকটি সেতু উড়িয়ে দিয়ে খাদ্য চলাচল ব্যবস্থা বানচাল করে দিতে সক্ষম হয়েছে। শ্রীখালিদকর বলেন, ভারতে আগত শরণার্থীদের জন্য বিভিন্ন বিদেশী সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলি ১১৫ কোটি ৪৫ লক্ষ টাকা মূল্যের সাহায্য দিতে চেয়েছে।তবে এ পর্যন্ত সাহায্য এসে পৌঁছেছে ৭ কোটি ৪৫ লক্ষ নগদ টাকাসহ ১৮ কোটি ৯৫ লক্ষ টাকা মূল্যের জিনিসপত্র। সােভিয়েত ইউনিয়ন ৫০ হাজার টন চাল, ৩ হাজার টাকার উদ্ভিজ্জ তেল, ৩ হাজার টন চিনি ও ৫ লক্ষ রুবল মূল্যের ওষুধ পাঠাতে চেয়েছেন বলে তিনি জানান। শরণার্থী শিবিরগুলিতে কলেরা রােগাক্রান্তদের একটা হিসাব দাখিল করে তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৪৬,৭৫৪ জন কলেরায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও শিবিরগুলিতে মৃত্যুর সংখ্যা ৫৮৩৪।
সূত্র: কালান্তর, ৭.১০.১৯৭১