এই শরণার্থীদের ভবিষ্যৎ কি?
মহাশয়,
অনুগ্রহ করে জনস্থাৰ্থে এই পত্রখানি প্রকাশ করবেন।
কাঁচারাপাড়া ২ নং শরণার্থী ক্যাম্প থেকে নিয়মিত মাসাধিককাল রেশন দেবার পর হঠাৎ বহু শরণার্থীর রেশন বন্ধ করে দিয়ে ক্যাম্প কর্তৃপক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। এই রকম দুর্দশাগ্রস্ত এক শরণার্থী পরিবার আমাদের বাসায় রয়েছেন। কর্তৃপক্ষ এঁদের ক্যাম্পে স্থানও দেন নাই। এখন যেহেতু তারা আত্মীয় বন্ধুদের বাসায় স্থান সংগ্রহ করে আছে সুতরাং তাদের রেশন বন্ধ করে দিয়ে সরকারী ঘােষিত দায়িত্ব অস্বীকার করা হচ্ছে না কি? বিভিন্ন বি, ডি, ও অফিসে যেয়েও এদের রেশনের ব্যবস্থা হয় নি। ২ নং ক্যাম্পের অফিসারের নির্দেশ মত সংশ্লিষ্ট বি, ডি, ও অফিসে যেয়ে শুধু হয়রান হতে হচ্ছে।
এরা কি উপবাসী থাকবে? এঁদের ভাগ্য নিয়ে কল্যাণী ২ নং ক্যাম্পের কর্তৃপক্ষ ছিনিমিনি খেলছেন কেন? আশা করি আপনারা সংবাদ নিয়ে এর সঠিক সুষ্ঠ নির্দেশের ব্যবস্থা অনুগ্রহ করে করবেন।
ভবদীয় সুধীর সন্যাল,
রেল কলােনি,
নৈহাটি, ২৪ পরগণা
সূত্র: কালান্তর, ১৬.১২.১৯৭১