বাঙলাদেশ শরণার্থীদের জন্য গণতান্ত্রিক জার্মানীর ত্রাণ সামগ্রী
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ২০ অক্টোবর বাঙলাদেশ শরণার্থীদের জন্য পূর্ব জার্মানীর ত্রাণ সামগ্রী আজ ভারতের পুনর্বাসন দপ্তরের অতিরিক্ত সচিব কর্নেল পি এন লুথরার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন। দূতস্থানের প্রধান মি: এইচ ফিসার।
এই ত্রাণ সামগ্রীর মধ্যে আছে সাড়ে আঠারাে টন রক্ত প্লাজমা ও তিন টন এন্টিবাইওটিক ওষুধ।
দমদম বিমান বন্দরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিঃ ফিসার বলেছেন। প্রধানতঃ কম্বল ও পােশাকসহ আর এক প্রস্ত সাহায্যসহ পূর্ব জার্মানীর একটি জাহাজ এখন কলকাতার পথে।
মিঃ ফিসার বলেন, এই ত্রাণ সামগ্রী প্রয়ােজনের তুলনায় কম হলেও গণতান্ত্রিক জার্মানী সাধ্যমত সমস্যা সমাধানে সাহায্য করতে সচেষ্ট হবে। মিঃ ফিসার এই আশা প্রকাশ করেন যে, সমস্যার শীঘ্রই সমাধান হবে।
মিঃ ফিসার আজ পূর্বাঞ্চলের জি, ও, সি, এন, টি লেফটেন্যান্ট জেনারেল মিঃ জে, এস, আরােরা, ভারতের পররাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব শ্ৰী এ, কে, রায়-এর সঙ্গেও দেখা করেন। ইন্দোজি, ডি, আর মৈত্রী সমিতির সদস্যরাও মিঃ ফিসারকে সাদর সম্বর্ধনা জানান।
সূত্র: কালান্তর, ২১.১০.১৯৭১