You dont have javascript enabled! Please enable it! 1971.10.27 | শরণার্থীদের নিজেদের নাম রেজিষ্ট্রি করা হবে | কালান্তর - সংগ্রামের নোটবুক

শরণার্থীদের নিজেদের নাম রেজিষ্ট্রি করা হবে

কলকাতা, ২৮ অক্টোবর (প্রেস নােট)- ২৫ মার্চ, ১৯৭১-এর পরে পূর্ববাঙলায় গােলযােগের দরুন যেসব শরণার্থী সেখান থেকে চলে এসেছেন তাদের নাম নিবন্ধভুক্তির কাজ চলছে। শিবিরবাসী শরণার্থীদের নাম ক্যাম্প কমাণ্ডান্টেরা নিবন্ধভুক্ত করবেন। কিন্তু যেসব শরণার্থী শিবিরবাসী নন এবং রেশন সংগ্রহ করেন শিবির থেকে কিংবা অন্যান্য বিতরণ কেন্দ্র থেকে তাদের নাম নিবন্ধভুক্ত করবেন ক্ষেত্রানুযায়ী ক্যাম্প কমাণ্ডান্ট বা ভারপ্রাপ্ত আধিকারিক। যেসব শরণার্থী শিবিরে বাস করেন না এবং শিবির থেকে বা বিতরণ কেন্দ্র থেকে রেশন সগ্রহ করেন না তাদের নাম নিবন্ধভুক্ত করবেন বসবাসেও এলাকার থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা।
সুতরাং ৩১ অক্টোবর, ১৯৭১-এর মধ্যে শরণার্থীদের ক্যাম্প কমাণ্ডান্ট, বিতরণ-কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারক এবং থানার ভারপ্রাপ্ত অধিকারিকের কাছে নিবন্ধভুক্তির জন্য হাজির হতে অনুরােধ করা হচ্ছে। সময়মত নাম নিবন্ধভুক্ত না করলে যেসব সুযােগ-সুবিধা তারা শরণার্থী হিসেবে পাচ্ছেন বা ভবিষ্যতে পাবেন তাদের তা দেওয়া সম্ভব নাও হতে পারে।

সূত্র: কালান্তর, ২৭.১০.১৯৭১