১৬ জানুয়ারী ১৯৭২ঃ আইন শৃঙ্খলা রক্ষা করা বেসামরিক কতৃপক্ষের দায়িত্ব
সরকার পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা করা বেসামরিক কতৃপক্ষের দায়িত্ব এবং বেসামরিক কতৃপক্ষের এককভাবেই আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তি ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন। দালাল ও অপরাধীদের বিরুদ্ধে বেসামরিক কতৃপক্ষই কাজ করে যাবেন এমন নির্দেশ দেয়া হয়েছে। বেসামরিক কতৃপক্ষের ছাড়া অন্য কেউ কাউকে গ্রেফতার, আটক, কোন প্রকার তল্লাশি করতে পারবে না। জনসাধারণকে বলা হছে তারা যেন অপরাধী বা দালালের সন্ধান পেলে পুলিশকে খবর দেয়।