১৬ জানুয়ারী ১৯৭২ঃ জাতীয় শোক দিবস পালন- অন্যান্য
কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শোক দিবসের একটি সভায় অংশ নিতে ঢাকার শাহিন স্কুল ও খিলগাঁও স্কুলের ছাত্র ছাত্রীরা মিছিল সহকারে যোগ দেয়। শহীদ বুদ্ধিজীবীদের পরিবার বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করে। শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে গিয়ে শহীদ গিয়াস উদ্দিনের ভগ্নী শোকে কান্নায় ভেঙ্গে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।