চুয়াডাঙায় চীনা ফৌজী অফিসার কৃষ্ণনগর, ২১ এপ্রিল-চুয়াডাঙায় চারজন চীনা সামরিক অফিসারকে দেখা গিয়েছে। গতকাল একটি জীপে করে তারা সেখানে যান।
তাঁদের নিয়ে যায় পাকিস্তানী ফৌজের ছয়জন লােক। চীনাদের পরণে পুরােদস্তুর সামরিক পােশাক ছিল । প্রত্যক্ষদর্শীদের সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। বাংলাদেশের রণাঙ্গনে চীনা সামরিক ব্যক্তিদের এই উপস্থিতি নিঃসন্দেহে একটি গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা। | আগরতলা থেকে খবর : মুক্তি-আন্দোলন দমনের জন্য গতকাল পাকিস্তানী ফৌজের একটি সাঁজোয়া রেজিমেন্ট ঢাকায় পৌঁছেছে। চব্বিশটি রুশ টাইগার ট্যাংকে চেপে তারা শহরে ঢােকে। | পাকিস্তানী ফৌজ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মারকিন ও চীনা অস্ত্রশস্ত্র, বিমান, বােমা ইত্যাদি প্রচুর ব্যবহার করেছে। এই কাজে রুশ ট্যাংক ব্যবহারের কথা এই প্রথম জানা গেল । [খবরটি সঠিক না হওয়ার সম্ভাবনা বেশি)
২২ এপ্রিল ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা