নদীয়া সীমান্তে পাকিস্তানী সৈন্য মােতায়েন কৃষ্ণনগর, ২৭ মার্চ–নদীয়া জেলার করিমপুরের কাছে সীমান্ত বরাবর পাক ফৌজ মােতায়েন করা হয়েছে। বিস্তারিত সংবাদ পাওয়া যায়নি। | পাক ফৌজী কর্তৃপক্ষ সীমান্তের ওদিক থেকে ইস্ট পাকিস্তান রাইফেলস–এর লােকদের সরিয়ে নিয়েছে। কিন্তু তারা সরে যাওয়ার আগে তাদের সমস্ত অস্ত্র–শস্ত্র বাংলাদেশ–এর জনগণের হাতে তুলে দিয়েছেন বলে বিশ্বস্তসূত্রে জানা গিয়েছে।
২৮ মার্চ ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা