You dont have javascript enabled! Please enable it! 1971.02.17 | পাক-ভারত উপমহাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে বিনষ্ট করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদের চক্রান্ত | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাক-ভারত উপমহাদেশের
গণতান্ত্রিক আন্দোলনকে বিনষ্ট করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদের চক্রান্ত
কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রাজেশ্বর রাও-এর হুঁশিয়ারি

বেজোয়াদা, ১৬ ফেব্রুয়ারি (ইউ-এন-আই) -মার্কিন সাম্রাজ্যবাদ পাকিস্তান ও ভারতের দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তিগুলির সঙ্গে জোট পাকিয়ে এই উপ-মহাদেশের জাগ্রত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক আন্দোলনকে সমূলে বিনষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র জাল বিস্তার করেছে।
ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শ্রী সি রাজেশ্বর রাও আজ এক সাংবাদিক সম্মেলনে উপরােক্ত মর্মে অভিযোেগ করেন।
শ্রী রাও বলেন, মুজিবুর রহমানের বিরাট জয়ের ফসল পাকিস্তানের জনগণ যাতে না ভােগ করতে পারে তার জন্য এই মার্কিন সাম্রাজ্যবাদী চক্র পাকিস্তানের প্রতিক্রিয়াশীল শক্তির সাহায্যে চক্রান্তে লিপ্ত হয়েছে।
ভারতের বিমান ছিনতাইও এই চক্রান্তের একটি অবিচ্ছেদ্য অঙ্গ রূপে অভিহিত করে ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শ্রী রাজেশ্বর রাও সতর্কবাণী উচ্চারণ করেন, নির্বাচনের আগে এ ধরনের ঘটনা আরাে ঘটতে পারে।
এই নির্বাচনে মার্কিন মুদ্রার অবাধ খেলা চলেছে বলে শ্রী রাও মন্তব্য করেন। তিনি বলেন, নিজেদের কালাে মুখকে ঢাকবার জন্য দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল চক্র ব্যর্থ আওয়াজ তােলার চেষ্টা করছেন- ইন্দিরা কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি সােভিয়েত অর্থের আনুকূল্য পাচ্ছে।
এই প্রসঙ্গে শ্রী রাও পি এল ৪৮০- তহবিলের কুখ্যাতি ভূমিকা এবং নির্বাচনের প্রাক্কালে চেস্টার বােলসএর তাৎপর্যপূর্ণ অপ্রকাশিত সফর এবং দীর্ঘদিন অবস্থান, প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত শেরম্যান কুপারের ভারত আগমনের কথা উল্লেখ করেন।
শ্রী রাও বলেন, এই মার্কিন ধুরন্ধর রাজনীতিবিদদের সঙ্গে প্রতিক্রিয়াশীলদের গলাগলি কারাে অবিদিত নাই।
শ্রী রাও দেশের এই সঙ্কটজনক পরিস্থিতিতে সি পি এম-এর বিভেদ নীতির জন্য ক্ষোভ প্রকাশ করে বলেন, সি পি এম-এর মত একটা বামপন্থী দল তাদের কাজের দ্বারা জ্ঞাত বা অজ্ঞাতসারে নির্বাচনের মুখে দাঁড়িয়ে মার্কিন সাম্রাজ্যবাদের হাতকে শক্তিশালী করছে মাত্র। সঙ্কীর্ণ দলগত দৃষ্টিভঙ্গি নিয়ে সি পি এম প্রতিক্রিয়াশীল শক্তিগুলির সঙ্গে এই মুহূর্তে আসন ভাগাভাগিতে মত্ত এটা খুবই পরিতাপের বিষয় বলে শ্রী রাও ক্ষোভ প্রকাশ করেন।

সূত্র: কালান্তর, ১৭.২.১৯৭১