১৫ জানুয়ারী ১৯৭২ঃ নারী পুনর্বাসন সংস্থা গঠিত
মুক্তিযুদ্ধে পাক বাহিনীর হাতে অমানুষিক অত্যাচারে জর্জরিত লাঞ্ছিতা মহিলাদের আশ্রয়, পুনর্বাসন, চিকিৎসা এবং হতভাগ্য শিশুদের প্রতিপালনের তদারকি করার জন্য ঢাকার বিশিষ্ট সমাজকর্মী ও চিন্তাশীল নাগরিকদের নিয়ে বাংলাদেশ কেন্দ্রীয় নারী পুনর্বাসন সংস্থা গঠিত হয়েছে। সংস্থার ১২ সদস্য এর একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে যার সভানেত্রী হয়েছেন দেশের বিশিষ্ট কবি সুফিয়া কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যক্ষ বেগম সাহেরা খাতুন এই উদ্যোগের আহ্বায়িকায় ছিলেন। ঢাকার ১৩ ইস্কাটন রোডের সমাজকল্যাণ প্রশিক্ষন কেন্দ্রে এর অফিস খোলা হয়। সকল দুঃস্থ লাঞ্ছিত মেয়ে বা শিশুর সংবাদ পেলে তাদের অবহিত করার জন্য সংস্থাটি জনগনের প্রতি আহবান জানিয়েছে। সংস্থার টেলিফোন নং……। আজ ত্রান মন্ত্রী কামরুজ্জামান এ প্রতিষ্ঠানের জন্য একটি নিজস্ব ভবন বরাদ্দ করেছেন এবং মাসিক ৬০০০ টাকা সাহায্য অনুমোদন দিয়েছেন।