You dont have javascript enabled! Please enable it! তাজউদ্দীন আহমদের ডায়েরীতে উল্লেখিত বিভিন্ন ব্যক্তির পরিচিতি - সংগ্রামের নোটবুক

ব্যক্তি পরিচয়

(বর্ণমালা অনুযায়ী সাজানো আছে। এছাড়া Control+F লিখে সার্চ বক্স আনুন। এরপর কাঙ্ক্ষিত শব্দটি সেখানে টাইপ করে সার্চ করুন। তাতেও পাবেন।)

প্রথম খণ্ড

অজিত বাবু : অধ্যাপক অজিত গুহ : ১৯১৪-১৯৬৩। বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও লেখক। জন্ম : সুপারিবাগান, কুমিল্লা শহর, কুমিল্লা । এ দেশের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ সংস্কৃতিচর্চার ধারা নির্মাণে তাঁর অবদান ও সাফল্য অপরিসীম । রবীন্দ্র সাহিত্য ও শিক্ষা সংস্কৃতি বিষয়ক বহু প্রবন্ধের রচয়িতা।

অলি আহাদ : অলি আহাদ, জন্ম: ফেনী । রাজনীতিবিদ। ত্যাগী ও সংগ্রামী রাজনীতিক । ভাষা আন্দোলনে তাঁর অবদান স্মরণীয়।

আকরাম খাঁ, মওলানা : মােহাম্মদ আকরাম খাঁ, মওলানা : ১৮৬৮১৯৬৮। জন্ম গ্রাম হাকিমপুর, ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ । অবিভক্ত বাংলায় মুসলিম জাগরণের আন্দোলনে উল্লেখযােগ্য অবদান রাখেন। মুসলমান সমাজের সাংবাদিকতার পথিকৃৎ। তাঁর সাংবাদিকতা জীবনের কীর্তি আজাদ পত্রিকা প্রকাশ ও সম্পাদনা ।

আতাউর রহমান : আতাউর রহমান খান : ১৯০৭-১৯৯১। রাজনীতিবিদ, আইনজীবী ও লেখক। জন্ম : গ্রাম : বালিয়া, ধামরাই, ঢাকা । উদার গণতান্ত্রিক মতবাদের প্রতি আস্থাশীল রাজনীতিবিদ । অসাম্প্রদায়িক রাষ্ট্রীয় ব্যবস্থা ও পার্লামেন্টারি পদ্ধতির সরকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘকাল সংগ্রাম পরিচালনা । ৫০ ও ৬০-এর দশকে বাঙালিদের স্বাধিকার আন্দোলনের অন্যতম পুরােধা । স্বাধীনতার পর ১৯৮৪ সালে সামরিক সরকারের প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন।

আবু জাফর শামসুদ্দিন : আবু জাফর শামসুদ্দিন : ১৮৯১-১৯৮৯। সাহিত্যিক ও সাংবাদিক। জন্ম দক্ষিণবাগ, গাজীপুর । ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্বাসী একজন প্রগতিশীল লেখক।

আব্দুল্লাহ আল-মুতি শরফুদ্দিন : আব্দুল্লাহ আল-মুতী শরফুদ্দিন। ১৯৩০-১৯৯৯। জন্ম : ফুলবাড়ি, সিরাজগঞ্জ। সরকারি চাকুরি, বিজ্ঞানী, বহু গ্রন্থের রচয়িতা।

আবদুর রহমান চৌধুরী : বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি। আখলাক : আখলাকুর রহমান : অর্থনীতিবিদ।

আতাউর রহমান (রাজশাহী) : আতাউর রহমান : আইনজীবী ও ন্যাপ নেতা।

আনােয়ারা খাতুন : আনােয়ারা খাতুন : আইনজীবী আলী আমজাদ খানের স্ত্রী। ইকবাল আনসারী খানের মা। বঙ্গীয় ব্যবস্থাপক সভা এবং পাকিস্তান গণপরিষদের সদস্যা।।

আবদুর রব নিস্তার : আবদুর রব নিস্তার। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ।

আবুল হাশিম : আবুল হাশিম । ১৯০৫-১৯৭৪। জন্ম : কাশিয়াড়া, বর্ধমান । চিন্তাবিদ, রাজনীতিবিদ এবং আইনজীবী । বঙ্গীয় বিধানসভার সদস্য। বঙ্গীয় প্রাদেশিক, মুসলিম লীগের সাধারণ সম্পাদক, রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের সদস্য। ভাষা আন্দোলনের ভূমিকা রাখায় কারা নির্যাতন ভােগ করেন।

আওলাদ হােসেন : মানিকগঞ্জ বাড়ি। ঢাকা জেলা বাের্ডের ভাইসচেয়ারম্যান ছিলেন। বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আক্কাস : আক্কাস উদ্দিন। তখন মুসলিম কর্মী ছিলেন। জিনারদি বাড়ি । বিস্তারিত পরিচয় জানা যায়নি ।

আউয়াল : পরে দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত ছিলেন। বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আলমাস : পরিচয় জানা যায়নি। আশরাফ এস এ : পরিচয় জানা যায়নি।

আকরাম আলী বেগ : পরিচয় জানা যায়নি।

আলী আহমদ : পরিচয় জানা যায়নি। আহসান উল্লাহ খান : পরিচয় জানা যায়নি।

আজিজ আহমদ : মুসলিম ছাত্র লীগ নেতা। হােসেন শহীদ সােহরাওয়ার্দীর ঘনিষ্ঠ ছিলেন । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আনােয়ার উদ্দিন : রাজনীতিক অলি আহাদের আত্মীয়। গােয়েন্দা কর্মকর্তা।

আবুল মনসুর/মনসুর: আবুল মনসুর আহমদ। ১৯৮৭-১৯৭৯। জন্ম ধানিখােলা, ময়মনসিংহ। হােসেন শহীদ সােহরাওয়ার্দীর রাজনীতির আদর্শের নিষ্ঠাবান অনুসারী ছিলেন। দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অন্যান্য ভূমিকা। তার ব্যঙ্গ রচনা সমাজের মুখােশধারী মানুষের অন্তরের রূপ সার্থকভাবে উন্মােচন করেছে । আলমগীর : পরিচয় জানা যায়নি।

আং সাং : মিয়ানমার-এর (বার্মার) প্রথম প্রধানমন্ত্রী। সেখানকার বর্তমান বিরােধী নেত্রী অং সুকীর বাবা ।

আরিফ : পরিচয় জানা যায়নি।

আবু মিয়া : পরিচয় জানা যায়নি।

আজগর/আসগর : পরিচয় জানা যায়নি।

আনসার আলী : পরিচয় জানা যায়নি।

আবদুল হাই, মওলানা : পরিচয় জানা যায়নি।

আবেদ আলী মিয়া : পরিচয় জানা যায়নি।

আবেদ : তাজউদ্দীন আহমদ যে মেসে থাকতেন সেখানে কাজ করত।

আবদুল হাই, সৈয়দপুর : পরিচয় জানা যায়নি।

আফাজউদ্দিন : পরিচয় জানা যায়নি।

আব্বাস উদ্দিন : আব্বাস উদ্দিন আহমদ ১৯০১-১৯৫১। জন্ম : বলরামপুর, তুফানগঞ্জ, কুচবিহার। গান গেয়ে মুসলমান সমাজে নবজাগরণ আনেন। যুগস্রষ্টা পল্লীগীতির শিল্পী। তার কণ্ঠে পল্লীগীতি নতুন এক ব্যঞ্জন লাভ করে।

আসাদুল্লাহ : পরিচয় জানা যায়নি।

আহসান : তাজউদ্দীন আহমদের ক্লাসমেট। পরিচয় জানা যায়নি।

আবদুল্লাহ ডা. : পরিচয় জানা যায়নি। আবদুল হাই : পরিচয় জানা যায়নি।

আবুল হােসেন : পরিচয় জানা যায়নি।

আলী মােহাম্মদ : মাহুতটুলিতে তাঁর বাড়ি ছিল । পরিচয় জানা যায়নি।

আনিস উদ্দিন : পরিচয় জানা যায়নি। আমজাদ ডা. : পরিচয় জানা যায়নি।

আবদুল্লাহ বােস : পরিচয় জানা যায়নি।

আলতাফুর রহমান ডা. : পরিচয় জানা যায়নি।

আলাউদ্দিন : পুরান ঢাকায় বাড়ি। লীগ সমর্থক । সেই সময়ের সন্ত্রাসী । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আজম : পরিচয় জানা যায়নি। আফতাব উদ্দিন ভূইয়া : পরিচয় জানা যায়নি।

আমীর আলী : পরিচয় জানা যায়নি।

আলতাফ হােসেন : পরিচয় জানা যায়নি।

আবদুল আজিজ, মওলানা : নরসিংদী বাড়ি । মুসলিম লীগের এমএনএ ছিলেন । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আজিজ আহমদ : ভালাে দৌড়বিদ, ইনসিওরেন্স পেশায় কর্মরত ছিলেন । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আবদুল হামিদ ও প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন। সিলেটে বাড়ি । তার পুত্র খুরশিদ হামিদ বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

অধ্যাপক বােরহানউদ্দিন খান জাহাঙ্গীর তার জামাতা।

আইজান : কামরুদ্দীন আহমদের বাড়িতে থাকত।

ইউনুস আলী : পরিচয় জানা যায়নি।

ইফাজ : পরিচয় জানা যায়নি ।

ইফাজুদ্দিন : পরিচয় জানা যায়নি।

ইব্রাহিম : লীগ সমর্থক, কলতাবাজারে বাড়ি ছিল । পুরান ঢাকার সন্ত্রাসী । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ইসমাইল : পরিচয় জানা যায়নি।

ইমানুল হক : বই ও প্রেস ব্যবসায়ী। বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ইয়ার মােহাম্মদ : ইয়ার মােহাম্মদ খান। পরে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা।

ইরতেজা : পরিচয় জানা যায়নি।

ইদ্রিস আলী দেওয়ান : সাভারের আশুলিয়া বাড়ি। পরে আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান। পরবর্তীতে মােজাফফর ন্যাপ করতেন। পরে বিএনপিতে যােগদান করেন।

উইলী : পরিচয় জানা যায়নি।

এ কে ফজলুল হক : আবুল কাশেম ফজলুল হক। ১৮৭৩-১৯৬২ । পৈতৃক নিবাস চাখার, বরিশাল। রাজনীতিবিদ ও আইনজীবী । শেরে বাংলা ও হক সাহেব নামে সমধিক পরিচিত। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। পূর্বপাকিস্তানের অ্যাডভােকেট জেনারেল, স্বল্পকালীন মুখ্যমন্ত্রী। পরে গভর্নর। বাংলার দরিদ্র কৃষক সাধারণকে মহাজনী। শােষণ থেকে মুক্ত করার ব্যাপারে তাঁর অবদান অবিস্মরণীয়।

এজহার উদ্দিন : পরিচয় জানা যায়নি।

এফ এ সিদ্দিকী : সেই সময়ে সলিমউল্লাহ মুসলিম এতিমখানার কার্যকরি কমিটির কর্মকর্তা। মুসলিম লীগ সমর্থক।

এনায়েত উল্লাহ : সলিমউল্লাহ মুসলিম এতিমখানার ছাত্র। এন খান/খান : মুসলিম লীগ সমর্থক। ঘড়ি ব্যবসায়ী । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এস এম হােসেন ড. : ড. এস এম হােসেন। ১৯৪৮-১৯৫৩ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন। এস বকশ ডা./সৈয়দ বকস ডা. : বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এম এন রায় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ছিলেন।

এম হােসেন ড. : মাহমুদ হােসেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এম হাসান/হাসান ড. : ড. মাহমুদ হাসান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এম এ হাফিজ : পরিচয় জানা যায়নি।

এ টি এম হক : পরিচয় জানা যায়নি।

এ বি : পরিচয় জানা যায়নি।

এ রহমান : পরিচয় জানা যায়নি।

এফাজ : পরিচয় জানা যায়নি।

এ টি এম হক : পরিচয় জানা যায়নি।

এস হুদা : পরিচয় জানা যায়নি।

এ হাকিম : পরিচয় জানা যায়নি ।

এ এস এম আকিয়াম : ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি।

এ মাজেদ : পরিচয় জানা যায়নি।

এস এ রহিম : পরিচয় জানা যায়নি।

ওসমান আলী : খান সাহেব ওসমান আলী । নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাট ব্যবসায়ী ।

ওয়াহেদ : পরিচয় জানা যায়নি।

ওহায়েদ চৌধুরী : পরিচয় জানা যায়নি।

ওয়াদুদ (ডা.) : ডা. ওয়াদুদ। পরে ন্যাপ নেতা। ওয়াদুদ : সাংবাদিক। পরে দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। চাঁদপুর বাড়ি। ওয়াসেক : আবদুল ওয়াসেক : ১৯০৯-১৯৬৭। জন্ম : বাড়বাহ, নবাবগঞ্জ, ঢাকা । ছাত্র নেতা। নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি। পরে মুসলিম লীগ রাজনীতির অনুসারী। ১৯৬২-তে মৌলিক গণতন্ত্র প্রথায় ঢাকা-১ আসন থেকে পাকিস্তান। জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত । ১৯৪৭-এর পর ঢাকা জেলা বাের্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ওয়াসিউদ্দিন : পরিচয় জানা যায়নি। ওয়াজিউল্লাহ/ওয়াসিউল্লাহ : পরিচয় জানা যায়নি।

 

ওয়ালিউর রহমান : পরিচয় জানা যায়নি।

ওয়ারেস : পরিচয় জানা যায়নি।

কামরুদ্দীন : কামরুদ্দীন আহমদ। ১৯১২-১৯৮২। জন্ম : ষােলঘর, বিক্রমপুর, মুন্সিগঞ্জ । লেখক, রাজনীতিক ও রাষ্ট্রদূত । রাষ্ট্র ভাষা আন্দোলন এবং পরবর্তীকালে বিভিন্ন আন্দোলনে নেপথ্যে ও প্রকাশে দায়িত্ব পালন করেন। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের একজন তাত্ত্বিক । তার রাজনীতি ও সমাজ সম্পর্কিত চিন্তাভাবনার বিশ্লেষণমূলক প্রশ্নগুলি বিশিষ্টতা অর্জন করেছিল ।

কুদরাত-এ-খুদা : মুহম্মদ কুদরাত-এ-খুদা। ১৯০০-১৯৭৭। জন্ম : সারগ্রাম, বীরভূম, পশ্চিমবঙ্গ। বিজ্ঞানী ও লেখক। একজন সচেতন বুদ্ধিজীবী হিসেবে জনসাধারণের মধ্যে বাঙালিত্বের চেতনাকে শাণিত করে তােলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে যে কমিশন গঠিত হয় তিনি তার সভাপতি হিসেবে অল্প সময়ে একটি পূর্ণাঙ্গ রিপাের্ট তৈরি করেন। যা সকল মহলে সমাদৃত হয়।

কফিল উদ্দিন চৌধুরী : কফিল উদ্দিন চৌধুরী । ১৮৯৯-১৯৭২। জন্ম : মজিদপুর, দয়াহাট, বিক্রমপুর । রাজনীতিবিদ ও আইনজীবী। উদার ও অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি তার বিশ্বাস ছিল গভীর । গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা রয়েছে। ডা. বদরুদ্দোজা চৌধুরী তার পুত্র।

কায়েদে আযম/জিন্নাহ : কায়েদে আযম মােহাম্মদ আলী জিন্নাহ । পাকিস্তানের প্রতিষ্ঠাতা।

কোরবান আলী : কোরবান আলী ১৯২৪-১৯৯০। রাজনীতিবিদ। জন্ম : কান্দিপাড়া, বিক্রমপুর । উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বাঙালি জাতীয়তাবাদের নেতা। এ দেশের স্বাধিকার আন্দোলনে তাঁর অবদান উল্লেখযােগ্য। পরে এরশাদের সামরিক সরকারের মন্ত্রিসভায় যােগদান করেন।

কবি কাসেম : মােহাম্মদ কাসেম।১০৯৫-১৯৫৭। জন্ম : কুমিল্লা। আদি নিবাস ঢাকা । সাহিত্যিক, সাংবাদিক এবং প্রকাশক। ১৯৪১-এ দাঙ্গাবিরােধী নওজোয়ান ক্লাব গঠন। সকল সম্প্রদায়ের কাছে জনহিতৈষী ব্যক্তি হিসেবে পরিচিত লাভ। ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সােসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি। চল্লিশ ও পঞ্চাশের দশকে সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে খ্যাত। পুস্তক প্রকাশক হিসেবে খ্যাতি অর্জন । পরে মখদুমী লাইব্রেরির সত্ত্বাধিকারী।

কাসেম/অধ্যাপক কাসেম : প্রিন্সিপাল আবুল কাশেম। ১৯২০ ১৯৯১। জন্ম : ছেদন্দী, চট্টগ্রাম। ভাষা দৈনিক, শিক্ষাবিদ ও লেখক।  ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর তমুদুন মজলিস নামে একটি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গঠন করে রাষ্ট্র ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। সমকালীন ঐতিহাসিক ঘটনাবলী ও ইসলামি আদর্শ ও জীবন ব্যবস্থার উপর অনেক গ্রন্থের প্রণেতা।

কাদের সরদার : কাদের সরদার। প্রথম পর্যায়ে মুসলিম লীগ সমর্থক। ১৯৫৪ সালে নির্বাচনে যুজফ্রন্টের সমর্থনে সক্রিয় অংশগ্রহণ। এবং দাঙ্গা বিরােধী ভূমিকা পালন করেন। লায়ন সিনেমার সত্ত্বাধিকারী । সাবেক সচিব, নাট্যকার এবং নাট্য সমালােচক সাঈদ আহমদের চাচা।

কফিল উদ্দিন : কফিল উদ্দিন মাহমুদ। বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সিএসপি কর্মকর্তা।

কুদরতউল্লাহ : কুদরাতউল্লাহ ভূইয়া। ফুটবলার। বিস্তারিত পরিচয় জানা যায়নি।

করিম ডা. : ডা. এম. এ. করিম। সেই সময় মিটফোর্ড হাসপাতালের হাউস সার্জন। মুসলিম লীগ সমর্থক, পরে মুসলিম লীগ ত্যাগ করে। ন্যাপের সক্রিয় নেতা। নবাবপুরের কিশাের মেডিকেল হলের সত্ত্বাধিকারী । ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।

কাজী মােতাহার হােসেন : কাজী মােতাহার হােসেন : ১৮৯৭১৯৮৯। পৈতৃক নিবাস : বাগমারা, পাংশা, রাজবাড়ী । সাহিত্যিক, শিক্ষাবিদ ও বিজ্ঞানী। রাষ্ট্রভাষা আন্দোলনের পৃষ্ঠপােষক এবং বাঙালি জাতিসত্তা বিকাশের বলিষ্ঠ সমর্থক। স্বাধীনতার পর জাতীয় অধ্যাপক মর্যাদায় ভূষিত।

কুদুস : পরিচয় জানা যায়নি।

করিম : সরকারি কর্মকর্তা, সেই সময় প্রাদেশিক সচিব। করিম, নিগুয়ারী : পরিচয় জানা যায়নি।

কুটি : পরিচয় জানা যায়নি।

কালু : কালু মিয়া । লীগ সমর্থক, খাজা পরিবারের সঙ্গে আত্মীয়তা সূত্রে সম্পর্কিত।

কাদের (চান গনি) : পরিচয় জানা যায়নি।

খাজা নাজিমউদ্দিন। খাজা নাজিমউদ্দিন। ১৮৯৪-১৯৬৪। জন্ম : আহসান মঞ্জিল, ঢাকা। রাজনীতিবিদ। মােহাম্মদ আলী জিন্নাহর রাজনৈতিক আদর্শের নিষ্ঠাবান অনুসারী। পাকিস্তান আন্দোলনে তার অবদান গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলনে বাংলা ভাষার বিরােধিতা করে কুখ্যাতি অর্জন করেন। ষাটের দশকে আইয়ুব বিরােধী আন্দোলনে অংশগ্রহণ করে জনপ্রিয়তা কিছুটা পুনরুদ্ধার। পূর্ব পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী (মুখ্যমন্ত্রী)। পরে পাকিস্তানের গভর্নর জেনারেল এবং প্রধানমন্ত্রী।

খালেক এ এমএলএ : আবদুল খালেক। মাহুতটুলি। বঙ্গীয় সরকারের শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পরে পাকিস্তান গণ-পরিষদের সদস্য। তার ছেলে বিগেডিয়ার ফিরােজ সালাহউদ্দিন ও ক্যাপ্টেন নূরুল হক (বাংলাদেশ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা)।

খাজা হাবিবুল্লাহ : খাজা পরিবারের সদস্য, ১৯৪৭ সালে ঢাকার নবাব । খন্দর, মওলানা : আবুল জব্বার খদ্দর, মওলানা ১৮৯৭-১৯৭৭। জন্ম : ফেনী। রাজনীতিবিদ। বিদেশী পােশাক বর্জন করে খদ্দর, পরিধান করায় খদ্দর পদবী লাভ করেন। প্রথমে কংগ্রেস, পরে মুসলিম লীগে যােগদান। কিছুদিন পর আওয়ামী লীগ গঠনে সক্রিয় ভূমিকা পালন। যুক্তফ্রন্টের মনােনয়ন না পেয়ে আওয়ামী লীগ ত্যাগ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে পুনরায় আওয়ামী লীগে যােগদান করেন। পরে পাকিস্তান ডেমােক্রেটিক মুভমেন্ট-এর নােয়াখালী জেলার সভাপতি। ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরােধিতা করে  পাকিস্তানের প্রতি সমর্থন প্রদান করেন।

খালেক : পরিচয় জানা যায়নি।

খায়ের মিয়া/আবুল খায়ের : পরিচয় জানা যায়নি।

খন্দকার টেইলর : পরিচয় জানা যায়নি।

খাজা নসরুল্লাহ : ঢাকার নবাব পরিবারের সদস্য। খাজা নাজিমউদ্দিন মুখ্যমন্ত্রী থাকাকালে তার ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

খালিদ পরিচয় জানা যায়নি।

গফুর (সরকারি কর্মকর্তা) : পুলিশ কর্মকর্তা, পরে ঢাকার এসপি ।। কবি কায়কোবাদের জামাতা।

গিয়াস উদ্দিন পাঠান : মুসলিম লীগ নেতা। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ।

গােলাম সাত্তার চৌধুরী : পরিচয় জানা যায়নি। গােলাম সারােয়ার : পরিচয় জানা যায়নি।

গাজী : পরিচয় জানা যায়নি।

গ্যাসপ্রি : ১৯৪৮ সালে ইতালির প্রধানমন্ত্রী।

চুন্দ্রিগর : আই আই চুন্দ্রিগর। মুসলিম লীগ নেতা। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী এবং স্বল্পকালীন প্রধানমন্ত্রী।

চৌধুরী এন রহমান : পরিচয় জানা যায়নি।

চুন্নু মিয়া : পরিচয় জানা যায়নি।

জলিল : পরিচয় জানা যায়নি।

জহির উদ্দিন : জহিরুদ্দীন। ১৯১৭-১৯৮০। জন্ম, কলকাতা। পৈতৃক নিবাস হুগলি জেলার কুতুলপুর । রাজনীতিবিদ ও আইনজীবী । মুসলিম গার্ড বাহিনীর সালারে সুবা। প্রাদেশিক সরকারের মন্ত্রী। আগরতলা ষড়যন্ত্র মামলার বঙ্গবন্ধুর কৌসুলি । আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সদস্য। কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিরােধিতা করে পাকিস্তানিদের প্রতি সমর্থন প্রদান করেন। ১৯৭৫ খন্দকার মােশতাক কর্তৃক পাকিস্তানে রাষ্ট্রদূত হিসেবে প্রেরণ।

জাকির হােসেন : জাকির হােসেন ১৯৯৮-১৯৭১, জন্ম : রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানের আইজি পুলিশ। কেন্দ্রীয় সরকারে স্বরাষ্ট্র মন্ত্রী। পরবর্তীতে পূর্ব পাকিস্তানের গভর্নর। পূর্ব পাকিস্তানে বিভিন্ন দায়িত্ব পালনকালে রাজনীতিবিদদের নানাভাবে লাঞ্ছিত ও উৎপীড়ন করে কুখ্যাতি অর্জন করেন।

জহরুল হক কাজী : বিক্রমপুর বাড়ি। মুসলিম লীগের প্রকাশ্য কর্মী। কিন্তু গােপনে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরে জনমত নামে সাপ্তাহিকের সম্পাদক। বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জালাল : পরিচয় জানা যায়নি। জালাল (বরিশাল) : পরিচয় জানা যায়নি।

জহুর মিয়া : পরিচয় জানা যায়নি। জাহের : পরিচয় জানা যায়নি।

জাহের (আদিয়াবাদ) : পরিচয় জানা যায়নি।

জওয়াহের আলী : পরিচয় জানা যায়নি।

জসিমউদ্দিন : পরিচয় জানা যায়নি।

জিয়াউদ্দিন : পরিচয় জানা যায়নি।

জেড এ চৌধুরী, মেজর : পরিচয় জানা যায়নি।

জেড রহমান : পরিচয় জানা যায়নি ।

জানে আলম চৌধুরী : পরিচয় জানা যায়নি।

জিনু : পরিচয় জানা যায়নি।

জলিল (নােয়াখালী) : আবদুল জলিল। বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রথখােলার স্টেপ ইন বাড়িতে থাকতেন। বিস্তারিত পরিচয় জানা যায়নি।

টি আলী, সুপার : পরিচয় জানা যায়নি।

টি আহমদ : চোখের ডাক্তার । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

টি পি বােস : পরিচয় জানা যায়নি।

ডেপুটি মিয়া : ১৫০ মােগটুলি মুসলিম লীগ অফিসের পাশের বাড়িতে থাকতেন। ব্যবসায়ী এবং সেই সময় লীগ সমর্থক । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

তােয়াহা : মােহাম্মদ তােয়াহা ১৯২২-১৯৮৭। জন্ম : কুশাখালী, লক্ষ্মীপুর, নােয়াখালী, রাজনীতিবিদ। নীতিনিষ্ট, ত্যাগী, সংগ্রামী, সাম্রাজ্যবাদ বিরােধী ও সমাজতন্ত্রবাদী রাজনীতিক । ভাষা আন্দোলনে তাঁর অবদান স্মরণীয়।

তােফাজ্জল আলী : তােফাজ্জল আলী এমএলএ। পরে প্রাদেশিক ও কেন্দ্রীয় মন্ত্রী । বিজ্ঞাপনী সংস্থা বিটপীর সত্ত্বাধিকারী রেজা আলী এবং অতিরিক্ত পররাষ্ট্র সচিব তওফিক আলীর বাবা ।

তাইফুর : পরিচয় জানা যায়নি।

তােফাজ্জল আলী মীর : পরিচয় জানা যায়নি।

তাসাদ্ক : পৈত্রিক নিবাস সিলেট । সেই সময় মুসলিম লীগ সমর্থক, যুব লীগের প্রভাবশালী সদস্য। পরে লন্ডনে স্থায়ীভাবে বসবাস । মুক্তিযুদ্ধকালে প্রবাসে সক্রিয় ভূমিকা পালন করেন।

তােগলিয়াত : ১৯৪৮ সালে ইতালির বিরােধী দলের নেতা। দেবদাস গান্ধী : মহান্ধা গান্ধীর পুত্র ।

দেবপ্রসাদ : কমিউনিস্ট পার্টির নেতৃস্থানীয় কর্মী । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

দলিল উদ্দিন : দিনাজপুরের ছাত্র নেতা। বিস্তারিত পরিচয় জানা যায়নি। দলিল : পরিচয় জানা যায়নি।

দলিলুর রহমান : পরিচয় জানা যায়নি। দুলাল : পরিচয় জানা যায়নি।

দীন মােহাম্মদ মওলানা : সে সময়ের ঢাকার সবচেয়ে প্রভাবশালী মওলানা লীগ সমর্থক । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

দেবেন্দ্র বসু : পরিচয় জানা যায়নি।

নেহেরু, পণ্ডিত : জওহরলাল নেহেরু। ১৮৮৯-১৯৬৪। জন্ম : এলাহাবাদ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নুরুল আমীন : নুরুল আমীন। ১৮৯৩-১৯৭৪। পৈতৃক নিবাস বাহাদুরপুর, ময়মনসিংহ। রাজনীতিবিদ ও আইনজীবী। রাষ্ট্র ভাষা আন্দোলন এবং পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরােধিতা করেন। আমৃত্যু পাকিস্তানী আদর্শে বিশ্বাসী ছিলেন। স্বাধীনতার পর। পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেন।

নাইমউদ্দিন : নাইমউদ্দিন আহমদ। রাষ্ট্র ভাষা আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র । পরে রাষ্ট্র ভাষা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন।

নাজির : পরিচয় জানা যায়নি। নাসির : পরিচয় জানা যায়নি।

নান্না মিয়া : পরিচয় জানা যায়নি।

নাথুরাম গডসে : মহাত্মা গান্ধীর হত্যাকারী ।

নাজমুল করীম : পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ।

নুরুর রহমান (ডা.) : বংশালে থাকতেন লীগ সমর্থক । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নুরুল হক : নুরুল হক ভূইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্র ভাষা কর্ম। পরিষদের আহ্বায়ক । পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের লেকচারার ।

নুরুল ইসলাম চৌধুরী : পরে সরকারি কর্মকর্তা। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমীর প্রথম অধ্যক্ষ ।

নুরুল আলম : পরিচয় জানা যায়নি।

নুরুল হুদা (এ্যাডভােকেট) : ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের মনােনয়নে এমএলএ নির্বাচিত হন। সাংস্কৃতিক সংগঠন বুলবুল ললিত কলা একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য।

নিখিল দাস : পরিচয় জানা যায়নি।

নগেন্দ্র রায় : পরিচয় জানা যায়নি।

নিজাম : লীগ সমর্থক। পুরান ঢাকায় বাড়ি । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নুরুল আলী : পরিচয় জানা যায়নি।

নুরুদ্দিন : পরিচয় জানা যায়নি।

পংকজ ঘােষ : পংকজ ঘােষ। সেই সময় ঢাকার বিখ্যাত আইনজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলেন।

প্রফুল্লচন্দ্র ঘােষ ডা. : প্রফুল্ল চন্দ্র ঘােষ, ১৯৮১-১৯৮৩। পৈত্রিক নিবাস মালিকান্দা, ঢাকা। পশ্চিম বঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। পারু: পরিচয় জানা যায়নি।  

ফজলুর রহমান : ফজলুর রহমান : ১৯০৫-১৯৬৬। জন্ম : সাইনপুকুর, দোহার, ঢাকা। রাজনীতিবিদ। প্রাদেশিক ও কেন্দ্রীয় মন্ত্রী। পাকিস্তানের ভাবাদর্শ ও তাহফীক তমুদ্দনের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস ও আস্থা। উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা করার এবং আরবি হরফে বাংলা লেখার প্রবক্তা ছিলেন। ব্যবসায়ী সােহেল এফ রহমান ও সালমান এফ রহমান তার পুত্র।

ফজলুর রহমান/এফ রহমান : পরিচয় জানা যায়নি।

ফজলুল কাদের চৌধুরী : ফজলুল কাদের চৌধুরী। ১৯১৯-১৯৭৩। জন্ম : গহিরা, হাটহাজারী, চট্টগ্রাম । রাজনীতিবিদ। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী। পরে জাতীয় পরিষদের স্পিকার। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরােধিতা করে পাকিস্তানিদের সক্রিয় সহযােগিতা প্রদান করেন । সালাহউদ্দিন কাদের চৌধুরী ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তার পুত্র ।

ফরিদ আহসান : পরিচয় জানা যায়নি।

ফতেহ : পরিচয় জানা যায়নি।

ফকরু মিয়া : পরিচয় জানা যায়নি।

ফ্রেডারিক সি বাের্ন : ১৯৪৭-১০৫০ পর্যন্ত পূর্ব-পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। বার্নাড শ‘: ব্রিটিশ দার্শনিক ও নাট্যকার ।

বিধান চন্দ্র রায় ডা. : ডা. বিধান চন্দ্র রায়। উপ-মহাদেশের শ্রেষ্ঠ। চিকিৎসক । ১৯৪৮ সালের ২ জানুয়ারি পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী নিযুক্ত এবং মৃত্যুকাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন । বি এ সিদ্দিকী বি এ সিদ্দিকী, আইনজীবী। পরে ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি। ১৯৭১ সালে টিক্কা খানকে পূর্বপাকিস্তানের গভর্নর হিসেবে শপথ করাতে অস্বীকৃতি জ্ঞাপন করে খ্যাতি অর্জন।

বাহাউদ্দিন চৌধুরী : বাহাউদ্দিন চৌধুরী। সাংবাদিক ও সরকারি কর্মকর্তা। বাংলাদেশ সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করে। অবসর গ্রহণ ।

বাদশা মিয়া : পরিচয় জানা যায়নি।

বদিউদ্দিন : পরিচয় জানা যায়নি।

বােরহানউল্লাহ : পরিচয় জানা যায়নি। বা : পরিচয় জানা যায়নি।

বাসেত মিয়া : পরিচয় জানা যায়নি। বােরহান : পরিচয় জানা যায়নি ।

বাহার : পরিচয় জানা যায়নি।

বরকত উল্লাহ : তাজউদ্দীন আহমদের মেস মেম্বার। পরিচয় জানা যায়নি।

বসিরউদ্দিন : কাপাসিয়া বাড়ি, কোর্টে মুহুরী হিসেবে কাজ করতেন। বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বসির টেইলর : ইসলামপুরে দর্জির দোকান বসির টেইলর্সের মালিক। লীগ সমর্থক।

বিমলানন্দ দাসগুপ্ত/বি দাসগুপ্ত : পরিচয় জানা যায়নি।

বিক্রমপুরী : আব্দুল হাকিম বিক্রমপুরী । ১৯৩৭ থেকে ১৯৫০ পর্যন্ত বঙ্গীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য দিলেন । ১৯৬৩ সালে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।

মহাত্মা গান্ধী : ভারতের জাতির পিতা।

মুজিব/মুজিবুর রহমান : শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু : ১৯২০-১৯৭৫। জন্ম : টুঙ্গিপাড়া, গােপালগঞ্জ। পূর্ববাংলার স্বাধিকার আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসাংবাদিত নেতা। বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলনে অনন্য ভূমিকা পালন করায় এবং তার ভিত্তিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ায় জাতির পিতা হিসেবে স্বীকৃতি। ১৫ আগস্ট ১৯৭৫ সামরিক বাহিনীর একাংশের হাতে সপরিবারে নিহত।

মােহাম্মদ আলী : মােহাম্মদ আলী চৌধুরী। ১৯০৯-১৯৬৩। জন্ম : বগুড়া। রাজনীতিবিদ। আইন পরিষদের সদস্য, পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী এবং পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী । বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।

মালিক ডা. আবদুল মােত্তালেব মালিক, ডাক্তার । ১৯০৫-১৯৭৭। জন্ম : চুয়াডাঙ্গা। রাজনীতিবিদ ও চিকিৎসক। প্রাদেশিক আইন পরিষদের সদস্য। পরে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী। ১৯৭১ সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ। করে মুক্তিযুদ্ধের বিরােধিতা এবং পাকিস্তানি বাহিনীকে সহযােগিতা প্রদান করেন।

মতি সরদার : মতি সরদার। ঢাকা প্রভাবশালী সরদার। সিদ্দিক বাজার এলাকায় তার বাড়ি ছিল । প্রথমে মুসলিম লীগ সমর্থক । পরে মুসলিম লীগ ত্যাগ করে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের সমর্থনে সক্রিয়ভাবে এগিয়ে আসেন।

মুনীর চৌধুরী : মুনীর চৌধুরী । ১৯২৫-১৯৭১। পৈতৃক নিবাস নােয়াখালী। শিক্ষাবিদ, নাট্যকার, সমালােচক ও বাগ্মী । বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী হিসেবে খ্যাত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে। পাকিস্তানের অখন্ডতা রক্ষার পক্ষে বিবৃতি দিলেও পাকিস্তানি বাহিনীর সহযােগী আলবদর বাহিনী কর্তৃক অপহৃত এবং নিখোঁজ।

মােজাফফর আহমদ চৌধুরী : মােজাফফর আহমদ চৌধুরী । ১৯২৩১৯৭৮। জন্ম : বীরামিহপুর, নােয়াখালী । শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী আন্দোলনের তাত্ত্বিক। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও জনপ্রিয় অধ্যাপক । ১৯৭১-সালে মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলের প্রধান। স্বাধীনতা উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য । পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। খন্দকার মােশতাকের। মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন ।

মেঘনাদ সাহা : ড. মেঘনাদ সাহা ১৮৯৩-১৯৫৬ জন্ম : সাওড়াতলী, বিক্রমপুর, মুন্সিগঞ্জ । বিজ্ঞানী ও শিক্ষাবিদ ।

মঈনুদ্দিন কবি : খান মুহাম্মদ মঈনুদ্দীন, ১৯০১-১৯৮১। জন্ম : চারিগ্রাম, মানিকগঞ্জ। সাহিত্যিক। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরােধিতা করে বিবৃতি প্রদান করেন।

মুস্তাফা নূরউল ইসলাম : মুস্তাফা নূরুউল ইসলাম। জন্ম ১ মে, ১৯২৭, বগুড়া । বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ । শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক বহু প্রবন্ধের রচয়িতা। মন্টোগােমারী : ১৯৪৭-১৯৪৮-এ ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ।

মােহাজের : মুসলিম ন্যাশনাল গার্ডের সালার-এ-সুবা। বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মফিজউদ্দিন : মফিজউদ্দিন আহমদ। তাজউদ্দীন আহমদের ছােট ভাই।

মাজহারুল হক : তাজউদ্দীন আহমদের আত্মীয় ।

মাহবুব : পরিচয় জানা যায়নি। মােহাম্মদ আফজাল : প্রাদেশিক মন্ত্রী। বরিশাল বাড়ি ।

মতিন খান চৌধুরী : পরিচয় জানা যায়নি।

মতিন চৌধুরী : পরিচয় জানা যায়নি।

মমনু মিয়া : পরিচয় জানা যায়নি ।

মনিরুল ইসলাম : পরিচয় জানা যায়নি।

মান্নান খলিফা : পরিচয় জানা যায়নি।

মােয়াজ্জেম : লীগ সমর্থক। ছাত্র নেতা আব্দুল ওয়াসেকের অনুসারী। বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মহির চৌধুরী : পরিচয় জানা যায়নি।

মােখলেস : পরিচয় জানা যায়নি। মােয়াজ্জেম হক : পরিচয় জানা যায়নি।

মজিদ (রেডিও) : পরিচয় জানা যায়নি।

মতি মিয়া মতি : পরিচয় জানা যায়নি। মােহসিন : পরিচয় জানা যায়নি।

এম এম খান (ডাঃ) : মুসলিম লীগ নেতা, চিকিৎসক। ইসলামপুর আশিক লেনে তার চেম্বার ছিল।

মমতাজ মিয়া : মুসলিম লীগ সমর্থক। ইনসিওরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন। বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মুজিবুর রহমান/এম রহমান : লীগ সমর্থক। লন্ড্রির মালিক। বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মহিউদ্দিন : জি এম মহিউদ্দিন। ১৯৪৮-৫২ সালে দৈনিক আজাদ পত্রিকায় কর্মরত ছিলেন । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মােমেন : পরিচয় জানা যায়নি।

মানিক ভাই : পরিচয় জানা যায়নি। মােজাম্মেল হক : পরিচয় জানা যায়নি।

মুজিবুল হক : পরিচয় জানা যায়নি। মতিউর রহমান (নরসিংদী) : পরিচয় জানা যায়নি।

মান্নান ডা. : পরিচয় জানা যায়নি। মান্নান : পরিচয় জানা যায়নি।

মতিউল মান্নান : পরিচয় জানা যায়নি।

মােশতাক : খােন্দকার মােশতাক আহমদ । ১৯১৯-১৯৯৬। জন্ম : দশপাড়া, দাউদকান্দি, কুমিল্লা। রাজনীতিবিদ। বাংলাদেশ সরকারের মন্ত্রী, পরে অবৈধভাবে স্বল্প সময়ের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি । তার ক্ষমতায় থাকাকালে জেলখানায় জাতীয় চারনেতা হত্যা করা হয় । বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যাসহ প্রভৃতি অভিযােগে পরবর্তীতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে নিঃসঙ্গ অবস্থায় নিজ বাড়িতে বসবাস এবং মৃত্যু।

মিয়া ইফতেখার উদ্দিন : কেন্দ্রীয় মুসলিম লীগ নেতা । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

যােগেন্দ্র মন্ডল : যােগেন্দ্র নাথ মন্ডল । পূর্ব বাংলার তফসিলি নেতা। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী। পরে ভারতে আশ্রয় গ্রহণ।

রবীন্দ্রনাথ ঠাকুর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১-১৯৪১। বিশ্বকবি । রামদাশ : গান্ধী মহাত্মা গান্ধীর পুত্র । আর পি সাহা : রণদা প্রসাদ সাহা । ১৮৯৬-১৯৭১। সমাজ সেবক ও দানবীর। টাঙ্গাইলের মীর্জাপুরে অবস্থিত ভারতেশ্বরী হােমস, কুমদিনী হাসপাতাল, কুমুদিনী কলেজ তার প্রধান কীর্তি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নিহত। রেজাই করিম : মুসলিম লীগ নেতা । আইনজীবী।

রহমতউল্লাহ : সরকারি কর্মকর্তা। সেই সময় ঢাকার জেলা। ম্যাজিস্ট্রেট।

রহিম/রহিম মােক্তার : পরিচয় জানা যায়নি।

রহিম, অধ্যাপক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

রমিজউদ্দিন/রমিজউদ্দিন মােল্লা : ময়মনসিংহ বাড়ি। সেই সময় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত  ছিলেন । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

রহিম এস এ : পরিচয় জানা যায়নি।

রহমান : পরিচয় জানা যায়নি।

রহমান : আবদুর রহমান : লীগ অফিসে কাজ করতাে ।

রশীদ : পরিচয় জানা যায়নি।

রাজ্জাক : পরিচয় জানা যায়নি ।

রেজা : পরিচয় জানা যায়নি ।

লতিফ বিশ্বাস : আব্দুল লতিফ বিশ্বাস । ১৮৯২-১৯৬৪। হরিরামপুর, মানিকগঞ্জ। রাজনীতিবিদ ও আইনজীবি। প্রাদেশিক ও কেন্দ্রীয় মন্ত্রী।

লিলি খান : লিলি খান । ১৯৪৭-৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী । ১৯৪৮ সালের ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন । পিতা বি এ খান পরে ঢাকা মাধ্যমিক শিক্ষা বাের্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হয়েছিলেন ।

লীলা রায় : লীলা নাগ । ১৯০০-১৯৭০। বামপন্থী রাজনৈতিক নেত্রী, নারী শিক্ষা মন্দির (বর্তমান শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়) এর প্রতিষ্ঠাতা লিয়াকত আলী খান : পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী। আততায়ীর হাতে নিহত ।

শামসুল হক : শামসুল হক। রাজনীতিবিদ। টাঙ্গাইল বাড়ি । আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক।

শাহজাহান, ক্যাপ্টেন : ক্যাপ্টেন শাহজাহান। বিএনপি নেত্রী জাহানারা বেগমের পিতা।

শহীদুল্লাহ : শহীদুল্লাহ কায়সার, ১৯২৭-১৯৭১। জন্ম মজুপুর, ফেনী। সাংবাদিক ও সাহিত্যিক। ভাষা আন্দোলনের বিশিষ্ট কর্মী। এ দেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক এবং জাতীয়তাবাদী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর সহযােগী আল বদর বাহিনী কর্তৃক অপহৃত ও নিখোঁজ।

শাহ্ আজিজুর রহমান : শাহ মােহাম্মদ আজিজুর রহমান। ১৯২৫১৯৮৭। জন্ম : কুষ্টিয়া। রাজনীতিবিদ ও আইনজীবী। অবিভক্ত বাংলার ছাত্র নেতা। ১৯৪৫-১৯৪৭-এ নিখিল বঙ্গ মুসলিম ছাত্র লীগের সাধারণ সম্পাদক। ভাষা আন্দোলনে বিরােধিতা করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ বিরােধী ভূমিকা পালন করেন। জিয়া সরকারের সময় প্রধানমন্ত্রী।

শামসুদ্দিন আহমদ : শামসুদ্দিন আহমদ ১৮৬৯-১৯৬৯। জন্ম : কুষ্টিয়া। আইনজীবী ও রাজনীতিবিদ। অবিভক্ত বাংলার ফজলুল হক মন্ত্রিসভার সদস্য। ১৯৪৪-এ মুসলিম লীগে যােগদান। পাকিস্তান প্রতিষ্ঠার পর বার্মায় রাষ্ট্রদূত।

শফিউল আযম : পরে সরকারি কর্মকর্তা। খােন্দকার মােশতাকের সময় ক্যাবিনেট সচিব।

শামসুদ্দিন : পরিচয় জানা যায়নি।

শামসুল হুদা : ছাত্র নেতা । ভাষা আন্দোলনে বিরােধিতা করেন। বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শামসুল করীম : পরিচয় জানা যায়নি।

শামসুল হুদা এ কে এম : পরিচয় জানা যায়নি।

শ্ৰীশ চ্যাটার্জী : সেই সময় পাকিস্তান গণ-পরিষদ সদস্য। বিরােধী দল কংগ্রেসের নেতা।

শওকত : সেই সময় সার্বক্ষণিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শহীদ : পরিচয় জানা যায়নি।

শহীদ : পরিচয় জানা যায়নি।

শহীদ : (আমরাইদ) : পরিচয় জানা যায়নি।

শরফুদ্দিন (ময়মনসিংহ) : পরিচয় জানা যায়নি।

শাহাবুদ্দিন : পরিচয় জানা যায়নি।

শাখাওয়াত হােসেন : পরিচয় জানা যায়নি।

শফি : পরিচয় জানা যায়নি ।

শাহ বারী : পরিচয় জানা যায়নি।

শহীদ মােজার : গাজীপুরের কাপাসিয়া বাড়ি। দৈনিক প্রথম আলাে। পত্রিকার সম্পাদক মতিউর রহমানের নানা।

সােহরাওয়ার্দী : হােসেন শহীদ সােহরাওয়ার্দী। ১৮৯২-১৯৬৩। জন্ম : মেদিনীপুর-পশ্চিমবঙ্গ। আইনজীবী ও রাজনীতিবিদ। বাংলাদেশে। অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাজনীতি চালু করার ক্ষেত্রে তার ভূমিকা স্মরণীয়। গণতান্ত্রিক রীতি নীতি ও জনমতের প্রতিশ্রদ্ধাশীল রাজনীতিক। এ কারণে সুধী সমাজ কর্তৃক গণতন্ত্রের মানসপুত্র আখ্যায়িত।

সরদার ফজলুল করিম : অধ্যাপক সরদার ফজলুল করিম। জন্ম : ১৯২৫, বরিশাল, শিক্ষাবিদ ও লেখক। এ দেশের বিভিন্ন ইতিহাস। সন্ধি, চল্লিশের দশকের ঢাকা, বাঙালি মধ্যবিত্তের বিকাশ, সাহিত্যিক। প্রসঙ্গ, কোষ গ্রন্থ, দর্শন মার্কসবাদ বিভিন্ন বিষয়ে পরিব্যাপ্ত তার লেখালেখি । বহু গ্রন্থের রচয়িতা।

সর্দার প্যাটেল : বল্লভ ভাই প্যাটেল। কংগ্রেস নেতা। নেহেরু মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী ।

সুলতান/সুলতান হােসেন খান : সুলতান হােসেন খান। সেই সময় সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। পরে বিচারপতি।

সিরাজুল হক : পরিচয় জানা যায়নি।

সালেহ : পরিচয় জানা যায়নি।

সুরেন্দ্র বিশ্বাস : পরিচয় জানা যায়নি।

সাত্তার : পরিচয় জানা যায়নি।

সুবর চৌধুরী : পরিচয় জানা যায়নি।

সিদ্দিক : পরিচয় জানা যায়নি।

সত্য বাবু : পরিচয় জানা যায়নি।

সালেক : সেই সময় ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। খাজা নাজিম উদ্দিনের অনুসারী । বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সামাদ : পরিচয় জানা যায়নি।

সফিউল্লাহ ডা. : পরিচয় জানা যায়নি ।

সেকেন্দার মাষ্টার : পরিচয় জানা যায়নি ।

সাঈদ : পরিচয় জানা যায়নি।

স্টুয়ার্ট : সেই সময় ঢাকার বিভাগীয় কমিশনার। সাবু : পরিচয় জানা যায়নি।

সামসুজ্জোহা/জোহা : নারায়ণগঞ্জের রাজনৈতিক কর্মী । খান সাহেব ওসমান আলীর পুত্র।

সানাউল্লাহ নুরী : পরে সাংবাদিক। বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন ।

সফিউদ্দিন ডা. : পরিচয় জানা যায়নি।

সিরাজ : পরিচয় জানা যায়নি।

সৈয়দ : পরিচয় জানা যায়নি।

সালাম : পরিচয় জানা যায়নি ।

সারােয়ার : পরিচয় জানা যায়নি।

সফি : পরিচয় জানা যায়নি।

সাজুল ইসলাম : পরিচয় জানা যায়নি।

হামিদুল হক চৌধুরী : হামিদুল হক চৌধুরী, ১৯০১-১৯৯২। জন্ম :  রামনগর, ফেনী । রাজনীতিবিদ ও আইনজীবী। সীমানা নির্ধারণ কমিটি র্যাডক্লিফ কমিশনের সদস্য। প্রাদেশিক সরকার এবং কেন্দ্রীয়  সরকারের মন্ত্রী। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরােধিতা করেন । ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভার-এর প্রতিষ্ঠাতা।

 হেসামউদ্দিন : হেসামউদ্দিন আহমদ। পরে ঢাকা কলেজের বাংলার অধ্যাপক। কমিউনিস্ট পার্টির সমর্থক।

হাকিম আলী প্রিন্সিপাল : পরিচয় জানা যায়নি।

হেদায়েত উল্লাহ : পরিচয় জানা যায়নি।

হামিদউদ্দিন (ময়মনসিংহ) : পরিচয় জানা যায়নি।

হাসনাত/আবুল হাসনাত : আবুল হাসনাত । ঢাকার বিশিষ্ট নাগরিক। পরে ঢাকা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান । সক্রিয় রাজনীতিক । পুরান ঢাকার আবুল হাসনাত রােড তার নামেই নামকরণ করা হয়। হায়দার : লীগ সমর্থক। কাগজ ব্যবসায়ী । হায়দার এ্যান্ড কোং এর সত্ত্বাধিকারী ।

হাবিবুর রহমান : তৎকালীন মুসলিম লীগ নেতা । বিস্তারিত পরিচয় জানা যায়নি ।

হেমায়েত : পরিচয় জানা যায়নি ।

হাফিজ এম এম : পরিচয় জানা যায়নি।

হাফিজউদ্দিন : পরিচয় জানা যায়নি।

হােসেন ডা. : পরিচয় জানা যায়নি।

হযরত আলী : টাঙ্গাইল বাড়ি । আইনজীবী। মুসলিম লীগ সমর্থক। বিস্তারিত পরিচয় জানা যায়নি ।

হাবিবুল্লাহ : পরিচয় জানা যায়নি।

হিরণ : পরিচয় জানা যায়নি।