You dont have javascript enabled! Please enable it! 1971.04.01 | ‘বাঙলাদেশ’-এর গণমুক্তি সংগ্রামের সমর্থনে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব ‘বন্ধু’ স্বৈরাচরের নাদীর শাহী বর্বরতার বিরুদ্ধে সর্বত্র সক্রোধ ধিক্কার | কালান্তর - সংগ্রামের নোটবুক

‘বাঙলাদেশ’-এর গণমুক্তি সংগ্রামের সমর্থনে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব ‘বন্ধু’ স্বৈরাচরের নাদীর শাহী বর্বরতার বিরুদ্ধে সর্বত্র সক্রোধ ধিক্কার
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ৩১ মার্চ বাঙলাদেশ’-এর ঐতিহাসিক গণমুক্তি সংগ্রামের প্রতি আন্তরিক সংহতি এবং পাকিস্তানী সামরিক স্বৈরাচারের নাদিরশাহী বর্বরতার বিরুদ্ধে সক্রোধ ধিক্কার জানানাের জন্য বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠন ও রাজনৈতিক দলসমূহের ডাকে আজ সমগ্র পশ্চিমবঙ্গের আবাল-বৃদ্ধ বণিতা রাজ্যব্যাপী ২৪ ঘন্টার বাঙলা বন্দ’ সার্থকভাবে পালন করেছেন।
বঙ্গীয় প্রাদেশিক ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ইউটিইউসি, (লেনিন সরণী), টি ইউ কো-অডিনেশন কমিটি, আই এন টি ইউ সি, এইচ এম এস ও এইচ এম পি কর্তৃক আহূত এই বন্ধু’এর রাজ্যের জনসাধারণ অভূতপূর্বভাবে সাড়া দিয়েছেন। হরতালের দিন রাস্তায় রাস্তায় যে ধরণের খেলাধূলা অনুষ্ঠিত হয়ে থাকে, সেগুলি এবার অনেক কম পরিলক্ষিত হয়েছে। বরং তার বদলে রাজপথের মােড়ে মােড়ে দেখা গেছে উড্ডীয়মান ‘জয় বাঙলা নিশান এবং কৃষ্ণ পর্বত অর্থাৎ একাধারে আনন্দ ও শােকের অভিব্যক্তি। রাজনৈতিক নেতৃবৃন্দ পথে পথে ভাষণ দিয়েছিল, পল্লীতে পল্লীতে অনুষ্ঠিত হয়েছে মিছিল। কলকাতাস্থিত পাকিস্তান ডেপুটি হাই কমিশনের সামনে নব কংগ্রেসর যুব-ছাত্র গােষ্ঠী ইয়াহিয়া খানের নৃশংস গণহত্যার বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানানাের উদ্দেশ্যে ১২ ঘণ্টার অনশনে সামিল হয়েছেন। সর্বত্র জনতার আচরণে ফুটে উঠেছে আশ্চর্য শৃঙ্খলা, ওপার বাঙলার মৃতুঞ্জয়ী ভ্রাতা-ভগিনীদের প্রতি শ্রদ্ধা জানাতে এপার বাঙলা অকুণ্ঠচিত্তে “বন্ধ” সফল করছেন। বলা বাহুল্য ট্রাম বাস দোকান পাট, দূরপাল্লার ট্রেন ও বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

শ্রীরামপুরে মিছিল
বহু অঞ্চলে যুবকদের বাঙলাদেশ-এর সমর্থনে অর্থ সংগ্রহ করতে দেখা গেছে। ইণ্ডিয়ান মেডিক্যাল এসােসিয়েশনের কার্যালয়ে ১ এপ্রিল থেকে রক্ত সংগ্রহের যে কর্মসূচী নেওয়া হয়েছে সে সম্পর্কেও বিভিন্ন স্থানে প্রচার করা হয়েছে মাইকযােগে।
আজ শ্রীরামপুরে স্থানীয় কমিউনিস্ট পার্টি ও নব কংগ্রেসের যৌথ উদ্যোগে বাঙলাদেশ’-এর সংগ্রামের সমর্থনে একটি বৃহৎ যুক্ত মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলটি কমিউনিস্ট পার্টির আঞ্চলিক পরিষদ দপ্তর থেকে শুরু এবং মাহেশে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ইয়াহিয়া খানের একটি কুশপুত্তলিকা বিপুল উদ্দীপনার সঙ্গে দাহ করা হয়।
তারপর এক পথ সভায় ভাষণ দেন স্থানীয় কমিউনিস্ট তাে শ্রী অসীমেশ গােস্বামী এবং নবকংগ্রেসের শ্রীকমল লাহিড়ী।

পাক ডেপুটি হাই কমিশনের সামনে অনশন
আজ রাজ্য নব কংগ্রেসের যুব ছাত্র গােষ্ঠী কলকাতার সার্কাস এভিনিউয়ে পাকিস্তান ডেপুটি হাই কমিশনের সামনে ১২ ঘণ্টার অনশন ধর্মঘট পালন করেন।
চৌরঙ্গী কেন্দ্র থেকে বিধান সভায় নির্বাচিত নব কংগ্রেস সদস্য শ্ৰীশঙ্কর ঘােষ কর্তৃক অনশনকারীদের অনশন ভঙ্গের পর হাই কমিশনের সামনে আয়ােজিত এক পথসভায় শ্রী ঘােষ বলেন, “এই কলকাতা মহানগরীতেই বাঙলাদেশ’-এর অপ্রতিদ্বন্দ্বী নেতা শেখ মুজিবর রহমান তার ছাত্র জীবন…

সূত্র: কালান্তর, ১.৪.১৯৭১