You dont have javascript enabled! Please enable it! 1971.04.02 | কমসমল্যা প্রাভদা, মস্কো, ২ এপ্রিল ১৯৭১ ‘’নির্লজ্জ সহিংসতা" - সংগ্রামের নোটবুক

কমসমল্যা প্রাভদা, মস্কো, ২ এপ্রিল ১৯৭১
‘’নির্লজ্জ সহিংসতা”

সেনাবাহিনীর এই কাণ্ড নির্লজ্জ স্বেচ্ছাচার ও সহিংসতা ছাড়া কিছুই নয় যা সোভিয়েত নাগরিকদের মধ্যে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। যে সঙ্কট তৈরি হয়েছে তা অবশ্যই রাজনৈতিক উপায়ে সমাধান করতে হবে।

সোভিয়েত ইউনিয়ন প্রেস, টি আর ইউ ডি , ২ এপ্রিল ১৯৭১
পূর্ব পাকিস্তানের জনগণের বিরুদ্ধে নিষ্ঠুর পদক্ষেপ

জানা যায় যে, পশ্চিম পাকিস্তানী সেনারা শহর ও অন্যান্য জনবহুল এলাকায় নিষ্ঠুর বোমা হামলা চালিয়েছে। অনেক জায়গায় সেনাবাহীনি এবং সাধারণ মানুষের মধ্যে ভারী যুদ্ধ হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ট্যাংক এবং অন্যান্য ভারী অস্ত্র ব্যবহার করা হচ্ছে। সংবাদ সংস্থা Kiodo Tsusin রিপোর্ট করেছে যে ২৯ মার্চ সন্ধ্যায় (৩০ মার্চ রিপোর্ট হয়েছে) চট্টগ্রাম বন্দরে থাকা জাপানি জাহাজের ক্রুরা অনেক লাশ’ বন্দরের জলসীমায় ভেসে থাকতে দেখে। পিটিআই সংবাদ সংস্থা স্বাধীন বাংলা বেতার মাধ্যমের বরাত দিয়ে জানায় ২৫ মার্চ থেকে ২ দিনে সেনাবাহিনী প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করেছে।

পূর্ব পাকিস্তানের রক্তাক্ত সংঘর্ষের যে বিবরণ সংবাদ সংস্থাগুলো দিচ্ছে তাতে বিশ্বের প্রগতিশীল এবং গণতান্ত্রিক দেশগুলো উদ্বিগ্ন।

সোভিয়েত ইউনিয়নের মানুষ পূর্ব পাকিস্তানের জনগণের বিরুদ্ধে গৃহীত নিষ্ঠুর পদক্ষেপে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে। সোভিয়েত ইউনিয়নের মানুষ আশা করে পাকিস্তান তার জনগণের স্বার্থ রাজনৈতিক উপায়ে সমাধান করবে।