বিভিন্ন দেশ পাকিস্তানের আবেদন প্রত্যাখ্যান করেছে
নয়াদিল্লী, ১৬ ফেব্রুয়ারি (ইউ এন আই) – ভারতের উপর দিয়ে পাকিস্তানী বিমান চলাচলে নিষিদ্ধ করে ভারত সরকার যে আদেশ জারি করেছেন তা প্রত্যাহারে জন্য ভারতের উপর প্রভাব বিস্তারের উদ্দেশ্য বৃহৎ শক্তি প্রভাব বিস্তারের উদ্দেশ্য বৃহৎ শক্তি সহ বিভিন্ন রাষ্ট্রের কাছে পাকিস্তান যে আবেদন জানিয়েছিল তা প্রত্যাখ্যাত হয়েছে।
ওয়াকিবহাল সূত্র থেকে বলা হয়েছে যে, পাকিস্তান উপরােক্ত মর্মে যে দেশগুলিকে আবেদন করেছিল তারা সবাই পাকিস্তানের অনুরােধ রক্ষা করতে অক্ষমতা জানিয়েছেন। অপর পক্ষে, এই দেশগুলি ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলােচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার জন্য ইসলামাবাদে পরামর্শ পাঠিয়েছেন।
ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে বন্ধুরাষ্ট্রগুলিকে এই মর্মে অভিমত জ্ঞাপন করা হয়েছে বলে জানা গেছে যে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার পরামর্শ অনুসারে পাকিস্তান যদি ভারতের বিমান ধ্বংসের জন্য ক্ষতিপূরণ দিতে সম্মত হয় এবং বিমান ছিনতাইকারীদের ভারতে ফেরৎ পাঠিয়ে দেয় তবে ভারত সরকার দ্বিপক্ষীয় আলােচনার মাধ্যমে ভারত-পাকিস্তানের মধ্যে পুনরায় বিমান চলাচলের প্রশ্নটি মীমাংসা করতে প্রস্তুত আছে।
সূত্র: কালান্তর, ১৭.২.১৯৭১