যুগান্তর, ১৩ এপ্রিল, ১৯৭১, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মুজিবের নেতৃত্বে নতুন রাষ্ট্রের অভ্যুদয়ঃ তাজউদ্দিন প্রধানমন্ত্রী
আগরতলা ১২ই এপ্রিল (পি টি আই)- আজ সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ সাধারণত গঠিত হয়েছে। মুক্ত বাংলাদেশের কোন এক স্থান থেকে এই রাষ্ট্র গঠনের কথা ঘোষনা করা হয়। এই সঙ্গে বাংলাদেশ সরকারের নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নামও ঘোষিত হয়েছে। বর্তমানে এই মন্ত্রিসভাই সমরকালীন মন্ত্রিসভারূপে কাজ করবেন।
বাংলাদেশের কোন এক স্থান থেকে একজন বিশিষ্ট আওয়ামী নেতা এই খবর ঘোষনা করেন। এই নবগঠিত রাষ্ট্রের রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান।
জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী তাজউদ্দীন আহমেদ প্রধানমন্ত্রী এবং শ্রী খোন্দকার মুস্তাক আহমেদ পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছেন।
সীমান্তের ওপার থেকে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে এই স্মরণীয় সংবাদটি পাওয়া গেছে।
মন্ত্রিসভার পূর্ণ তালিকা নিম্নরূপঃ-
১। শেখ মুজিবর রহমান- রাষ্ট্রপতি,
২। সৈয়দ নজরুল ইসলাম – উপ- রাষ্ট্রপতি,
৩। তাজউদ্দীন আহমেদ- প্রধানমন্ত্রী,
৪। খোন্দকার মুস্তাক আহমেদ-পররাষ্ট্রমন্ত্রী,
৫। ক্যাপ্টেন মনসুর আলি ও
৬। এই এইচ কামারুজ্জামান।
এর দ্বারা বর্তমানের অস্থায়ী সরকার বাতিল বলে গণ্য হল।
জাতীয় সভায় এবং আওয়ামী লীগের সদস্যদের এক যৌথ সভায় এই সাধারণতন্ত্র ও সরকার গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের কোন এক স্থানে এই সভা অনুষ্ঠিত হয়েছিল।
ঘোষণা করা হয়েছে, বর্তমান মন্ত্রিসভাই যুদ্ধকালীন মন্ত্রিসভারূপে কাজ করবেন এবং পাকিস্তানী আগ্রাসীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন।