You dont have javascript enabled! Please enable it! 1971.04.12 | দি হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, ১২ এপ্রিল ১৯৭১, মুক্তিযোদ্ধাদের হাতে তিন হাজার সৈন্য নিহত - সংগ্রামের নোটবুক

দি হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, ১২ এপ্রিল ১৯৭১, মুক্তিযোদ্ধাদের হাতে তিন হাজার সৈন্য নিহত

নয়াদিল্লি, এপ্রিল – শেখ মুজিবুর রহমানের অনুগতদের বিরুদ্ধে সেনা অভিযান চালানোর সময় প্রায় ৩০০০ পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

তাদের আনুমানিক ৭০০০০ সৈন্যের প্রায় ৫ শতাংশ এই ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হল।

নিহতদের পাশাপাশি পাকিস্তানি সেনা বাহিনীর একটি বড় সংখ্যা মুক্তিবাহিনী কর্তৃক বন্দী হয়েছে বা নিখোঁজ রয়েছে বলে এই সূত্রটি জানিয়েছে। ছয় কর্মকর্তা সহ ১০৯ জন পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ভারতে আশ্রয় নিয়েছে, এই সূত্র যোগ করেছে।

সীমান্তে পাওয়া নির্ভরযোগ্য রিপোর্ট অনুযায়ী কুমিল্লার পাকিস্তান ক্যাম্পে আক্রমণ হয়েছে জানা গেছে।

পাকিস্তানের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মোশাররফ হোসেন পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সঙ্গে কয়েকবার দেখা করতে যাচ্ছেন।

মুক্তি বাহিনী সূত্রগুলো সন্দেহ করছে যে পাকিস্তান সেনাবাহিনীর কিছু কর্মকর্তা ও লোকেরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলতে পারে যে তারা যথেষ্ট লড়াইয়ের শিকার হয়েছে।

মুক্তিবাহিনীর সদস্যরা শনিবার চাঁদপুর ও কুমারের মধ্যে হজীগানের কাছে একটি বড় পাকিস্তানি বাহিনীকে ধরে নিয়ে যায়। সেখানে পিছু হটে যাওয়া পাকসেনাদের ১৩০ টি বাহন থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে ।