হিন্দুস্তান টাইমস, ৯ এপ্রিল ১৯৭১, মুজিবের লোক রাজশাহী পুনর্দখল করেছে
আগরতলা, ৮ এপ্রিল (ইউ এন আই, পিটিআই) – বাংলাদেশের মুক্তিযোদ্ধারা রাজশাহী মুক্ত করেছে। এবং পশ্চিম পাকিস্তানী সৈন্য অন্যত্র চলে গেছে। পাকিস্তানি প্লেন আজ উত্তর অংশে নাপাম বোমা বর্ষণ করে আরও কিছু ধ্বংস সাধন করেছে।
প্রায় সপ্তাহব্যাপী যুদ্ধের পর মুক্তিবাহিনী রাজশাহীতে বিজয় করে। প্রচণ্ড সংগ্রামের পর সৈয়দপুর থেকে তারা পাকিস্তানি সেনাদের তাড়িয়ে দেয়।
যশোর সেনারা মুক্তিযোদ্ধাদের সাথে হিমশিম খাচ্ছে। কুমিল্লায় একটি বড় যুদ্ধে পাকিস্তানীরা দুর্বল হয়ে আছে। এই খবর গতকালের।
সিলেট এলাকায় মুক্তিযোদ্ধারা খাদিম নগর সেনানিবাস দখল করেছে। এখানে প্রধান শহর থেকে সৈন্য আশ্রয় নিয়েছিল দুদিন আগে। পাকিস্তানিরা সালুটিকর বিমানঘাঁটি এবং শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের চা-বাগান থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়।
আওয়ামী লীগ সূত্র জানায় যে খুলনা শিল্পাঞ্চলের দখল নেবার জন্য যুদ্ধ চলছে। অনেক দিন চেষ্টার পর পরিস্থিতি এখন মুক্তিযোদ্ধাদের পক্ষে যাচ্ছে। শারীরিক সমস্যা থাকার পরেও বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসিরুদ্দিন সেখানে নেতৃত্ব দিচ্ছেন।
রাজশাহীর রিপোর্টে জানা যায় সেখানে পাকিস্তানীদের হার প্রায় নিশ্চিত। ১৯ জন পাকসেনা নিহত হয়েছে এবং ২০০ জন আটক হয়েছে।
মুক্তিযোদ্ধারা রাজশাহী রেডিও স্টেশনের সরঞ্জাম মেরামত করছিল।