You dont have javascript enabled! Please enable it! 1971.04.08 | অমৃতবাজার পত্রিকা। ৮ এপ্রিল, ১৯৭১, ভারত নীরব দর্শক নয় - সংগ্রামের নোটবুক

অমৃতবাজার পত্রিকা। ৮ এপ্রিল, ১৯৭১, ভারত নীরব দর্শক নয়

ভারত নীরব দর্শক নয় পশ্চীম বাংলার ততকালীন প্রধানমন্ত্রী শ্রী প্রফুল্ল চন্দ্র সেন; রাষ্ট্রপতি ডা: পি .সি চন্দ্র W.B.P.C.C এবং শ্রী গোবিন্দলাল ব্যানার্জি গত বুধবার নিম্নোক্ত বক্তব্য প্রদান করেছেন। বাংলাদেশের বর্তমান রাজনৌতিক পরিস্থিতি পরিষ্কার্।এটা সবারই জানা আছে যে, শেখ মুজিবর রহমান আইনত এবং গণতান্ত্রীকভাবে সমগ্র পূর্বপাকিস্তানের অধিকাংশ জনগণের ভোটে নির্বাচিত হয়ে স্থানীয় সরকার গঠন করেছেন। বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির পরিবর্তনে ভারতের অবগত হওয়ার যথেষ্ঠ কারণ রয়েছে। অন্যান্য দেশের মত পশ্চিম পাকিস্তানও এই যুদ্ধরত বাঙ্গালীদের কান্না শুনতে পায়নি। বাংলাদেশের এই বিদ্ধস্ত অবস্থা তারা দেখেও চোখ বন্ধ করে রেখেছে,যেটা ভারত অবলোকন করেছে। প্রতিবেশী দেশ হিসেবে এটা আমাদের চাক্ষুস অভিজ্ঞতা,যা কোন পত্রিকার প্রতিবেদন নয়। এটা কামানের বিরুদ্ধে কামানের কিংবা বোমার বিরুদ্ধে বোমার যুদ্ধ নয়। এট মানুষের অসহায়ত্যের সাথে আধুনিক আগ্নেয়াস্ত্রের যুদ্ধ। এটা আমাদের জন্য প্রচন্ড লজ্জার হবে যদি এসব নির্যাতিতদের কাছে আমরা নীরব দর্শক হয়ে থাকি। বাংলাদেশের জনগণকে এট জানতে এবং বিশ্বাস করতে দেয়া হোক যে,ভারত তাদের সম্মান করে এবং তাদের সাধীনতা রক্ষায় কিংবা যে কোন প্রয়োজনে পাশে দাড়াতে প্রস্তুত। এখন সময় হয়েছে সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেয়ার্।