ডেইলি মিরর, ফিলিপাইন, ১৬ ডিসেম্বর ১৯৭১, দায়ী কে?
… ভারতের প্রধানমন্ত্রী যথেষ্ট বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন যখন তিনি বলেন, তার দেশের বল প্রয়োগ করা ছাড়া কোন উপায় ছিলোনা। পূর্ব পাকিস্তানের নিপীড়নের ফলে ভারতে প্রায় দশ মিলিয়ন উদ্বাস্তু প্রবেশ করে। এদের খাওয়াতে দিনে ৪ মিলিয়ন ডলার লাগে। এদের সবাই উদ্বাস্তু নয়। কিছু পাকিস্তানী গুপ্তচরও আছে যাদেরকে ভারত কোনো ভাবেই আশ্রয় দিতে পারেনা।
নিপীড়নের জন্য দায়ী হিসেবে পাকিস্তান সরকারের উচিৎ উদ্বাস্তুদের একটি বড় অংশের দায়িত্ব বহন করা। পাশাপাশি অন্যরাও অপরাধী। বড় ক্ষমতাধর রাষ্ট্রগুলো পাকিস্তানের ওপর অত্যাচার বন্ধ করার জন্য চাপ দিতে পারত। উদ্বাস্তুদের অন্তঃপ্রবাহ ঠেকাতে চেষ্টা করতে পারত। তারা তা করতে ব্যর্থ হয়েছে এবং ভারত তার স্বার্থ রক্ষা করার জন্য কাজ করেছে।
ওয়াশিংটন যখন শান্তিপূর্ন সমাধানের ব্যাপারে অসমর্থ বা অস্বীকৃতি প্রকাশ করল তখন যুদ্ধ ছাড়া কোন উপায় ছিলোনা। মজার ব্যাপার হলো, পিকিং এখন মার্কিন যুক্তরাষ্ট্রে দিকে। রাজনীতির মত যুদ্ধও আশ্চর্য সম্পর্ক তৈরি করে বৈকি।