নিউজ ডেস্ল্যান্ড, পুর্ব-বার্লিন, ৯ ডিসেম্বর, ১৯৭১, বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে
ভারতীয় উপমহাদেশের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রভাবিত- যা চরম আকার ধারণ করেছে। বিশ্বের জনসাধারণ এই রক্তপাত সম্পর্কে অবগত এবং জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক এতে উদ্বেগ প্রকাশ করছে। এখন, বিশ্বজুড়ে প্রগতিশীল শক্তিগুলো বাংলাদেশের সমস্যার একটি রাজনৈতিক নিষ্পত্তির দাবি করেছে।
সেই ভিত্তিতে ইউ এস এস আর জাতিসংঘের সামনে বক্তব্য রেখেছে এবং ইউ এস এস আর এর প্রধানমন্ত্রী ডেনমার্ক তার সফরকালে তার মতামত প্রকাশ করেছেন। তিনি বারবার বলেন “ভারতীয় উপ-মহাদেশের উত্তেজনা শিথিলকরণ করার জন্য এটা প্রয়োজনীয়।’’ প্রথমে ভেতরের রাজনৈতিক সঙ্কট সমাধান করতে হবে যার ফলে সেখানকার জনগণের বিরুদ্ধে পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতিহিংসামূলক কার্যকলাপ চলছে।
ইয়াহিয়া খানের সরকার ঠিকই জানে যে উদ্বাস্তুদের ভারতে পাঠালে সেটা ভারতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। একারণেই পাকিস্তানি কর্তৃপক্ষ সশস্ত্র সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে এবং যুদ্ধের পরিবেশ তৈরি করছে।