স্ট্রেইটস টাইমস, ৭ ডিসেম্বর ১৯৭১, একটি রাজনৈতিক সমাধান সম্ভব ছিল
ভারত পূর্ব পাকিস্তানের পঁচাত্তর মিলিয়ন মানুষের স্বীকৃতির জন্য উদ্বিগ্ন। প্রধান ক্ষমতাধর শক্তিগুলো পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্টকে তার দেয়া নির্বাচন-পূর্ব ওয়াদা পালন করাতে ব্যার্থ হয়েছে। পাশাপাশি জনগণের পাশবিক দমন, শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তার এবং আওয়ামী লীগকে অবৈধ ঘোষণার ফলে ভারত তার পরিবর্তিত নীতি ও পদক্ষেপ গ্রহণ করছে। শেষ পর্যন্ত অধৈর্য বিজয়ী হয়েছে এবং ভারতের জাতীয় স্বার্থ বিঘ্নিত হচ্ছে।
গতকাল পর্যন্ত, হয়ত আপসের সম্ভবনা ছিল। কিন্তু এখন কোন রাজনৈতিক সমাধান সম্ভব নয় এবং যুদ্ধ অনিবার্য।