দ্যা অস্ট্রেলিয়ান, সিডনি, ৬ ই ডিসেম্বর, ১৯৭১, যে যুদ্ধ কেউ থামাল না
মিসেস গান্ধী ঠিক বলেছিলেন যখন তিনি আসন্ন ভারত ও পাকিস্তানের যুদ্ধের কথা বলেছিলেন – অথচ তখন সবাই তাঁকে নিন্দা করেছিল। নয় মাস ধরে আমরা নিশ্চুপ ছিলাম এবং এখন সেটা অনিবার্য আকার ধারণ করেছে। ভারতের নড়বড়ে অর্থনিতির পর নয় মিলিয়ন শরণার্থীদের বোঝা চাপার পরে আমরা কি কেউ কিছু করেছি? প্রধানমন্ত্রী পর্যায়ে চিঠির মাধ্যমে প্রেসিডেন্ট ইয়াহিয়াকে পূর্ব পাকিস্তানের গণতন্ত্র রক্ষার আবেদন ছাড়া তেমন কিছুই আমরা করিনি। কিছু ধনী শিল্পোন্নত দেশ উদ্বাস্তুদের সাহায্য করার জন্য টাকা পাঠিয়েছে। তারা সবসময় তা করে। আর অস্ট্রেলিয়া, একটি জন আন্দোলন হল, জনগণকে সেজন্য ধন্যবাদ, কিছু না করার চাইতে এতে অন্তত কিছু কাজ হলেও হতে পারে।