দে ভক্সক্রান্ত | নেদারল্যান্ড, ২৪ নভেম্বর ১৯৭১ | পাকিস্তানের কার্যাবলি ভিতিপ্রসূত – এইচ সি বেনিয়ন
পাকিস্তান রিপোর্ট করে যে পূর্ব পাকিস্তানে ভারত প্রচুর মিলিটারি একশন চালাচ্ছে। মিলিটারি রিপোর্ট যাই থাকুক পাকিস্তান মূলত ভয়, ওয়ার-সাইকোসিস, এবং পূর্ব প্রদেশ হারানোর আশংকায় ভুগছে।
ভারত আর এফোর্ড করতে পারবেনা – তাতে মিলিটারি শাসকদের কাছ থেকে যত অঞ্চলই মুক্ত করুক না কেন। তারা দির্ঘদিন গেরিলা যুদ্ধও চালিয়ে যেতে পারবেনা। কারণ উদ্বাস্তু সমস্যা তাদের জন্য একটি বড় অর্থনৈতিক বোঝা এবং পশ্চিমবঙ্গের অবস্থা উচ্ছৃঙ্খল হয়ে যাবে।