You dont have javascript enabled! Please enable it! 1971.10.03 | মাইনিচি ডেইলি নিউজ | টোকিও, ৩ অক্টোবর ১৯৭১ | সম্পাদকীয় - জরুরী সমস্যা - সংগ্রামের নোটবুক

মাইনিচি ডেইলি নিউজ | টোকিও, ৩ অক্টোবর ১৯৭১ | সম্পাদকীয় – জরুরী সমস্যা

যতক্ষণ পর্যন্ত পূর্ব পাকিস্তানের অভ্যন্তরীণ স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধার হয়, ততক্ষণ উদ্বাস্তুদের সমস্যার কোন সমাধান হতে পারে না। যুদ্ধের সম্ভবনাও দূর করা যাবে না। ইয়াহিয়া খানের সরকার প্রশাসনে বেসামরিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার কথা বলছে। কিন্তু বিভ্রান্তি এখনও আছে এবং খাদ্য সংকট আছে। সাহায্যদাতা জাতি জাপান পাকিস্তানে সহায়তা বন্ধ করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধার করা না হয়। আশা করা হচ্ছে পাকিস্তানে রাজনৈতিক নিষ্পত্তির জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে সাহায্যের প্রবাহ যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় শুরু করা যায়।

এটা আন্তর্জাতিক সমাজে নিয়মের মধ্যে পড়ে যে এক দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। কিন্তু পাকিস্তানে উদ্বাস্তুদের দুঃখজনক পরিস্থিতি ও সংকট কোন রাষ্ট্র উপেক্ষা করতে পারবেনা। এটা মানবজাতির সকলের জন্য চিন্তার বিষয়। এখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিষয়টি সমাধানের জন্য উত্থাপন করার একটি সঠিক ফোরাম বলে মনে হয়।