৩০ ডিসেম্বর ১৯৭১ঃ জ্বালানী তেল সঙ্কট
বাংলাদেশে কি পরিমান জ্বালানী তেলের প্রয়োজন ভারত তা যাচাই করছে। চাহিদার হিসাব পাওয়া মাত্রই ভারত বাংলাদেশে প্রয়োজনীয় জ্বালানী তেল প্রেরন করবে। এদিকে ঢাকা নগরীতে কেরোসিন সঙ্কট চলছে। কেরোসিনের দাম এখন ৪ টাকা ৬০ পয়সা থেকে ৫ টাকা গ্যালন যার স্বাভাবিক দাম দুই টাকা গ্যালন। তেল কোম্পানির একজন মুখপাত্র বলেন চট্টগ্রামে কেরোসিনের প্রচুর মজুদ আছে কিন্তু পরিবহনের অসুবিধার জন্য ঢাকার চাহিদার তুলনায় সরবরাহ কম হচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানী তেল সরবরাহ করা হচ্ছে। তিনি আশা করেন কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।