২৯ ডিসেম্বর ১৯৭১ঃ বেগম তাজউদ্দীন
বেগম তাজ উদ্দিন মুজিব নগর (তখন কলকাতা অবস্থান হলেও মুজিবনগর লিখা হত) থেকে কলকাতা যান। সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ হতে কবি নজরুলকে বাংলাদেশে আসার আমন্ত্রন জানান। কবির পরিবার বেগম তাজ উদ্দিনের আমন্ত্রন গ্রহন করেছেন।
নোটঃ সৈয়দ নজরুল এবং তাজউদ্দিনের পরিবার তখনও ভারতে।