You dont have javascript enabled! Please enable it!

২৮ ডিসেম্বর, ১৯৭১ঃ ভুট্টো পিন্ডিতে অন্তরীণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন।

এএফপি সংবাদে প্রকাশ করা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো প্রথমবারের মত স্বীকার করেছেন তিনি পিন্ডিতে অন্তরীণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, রাওয়ালপিন্ডিতে কূটনীতিকদের এবং সাংবাদিকদের সাথে আলোচনার সময় তিনি একথা প্রকাশ করেন। তিনি বলেন এ বৈঠকে আমি অসুখী নই। গত বুধবার মুজিবকে রাওয়ালপিন্ডিতে আনা হয় এবং গৃহবন্দী করে রাখা হয়। তিনি বলেন বৈঠকটি সহজ ছিল না। আমরা একত্রে বসিয়াছি আবারো বসব। ঢাকার রাজনৈতিক মহল জানিয়েছে ভুট্টো এর প্রস্তাবের সাথে মুজিবের একমত হওয়ার কোন সম্ভাবনা নেই। বিবিসির খবরেও বলা হয়েছে ভুট্টো মুজিবের সাথে ২৮ তারিখে বৈঠক করেছেন। উভয় সুত্রই বলেছে ভুট্টো মুজিবের মুক্তি দেয়ার পক্ষপাতী।