২৯ ডিসেম্বর ১৯৭১ঃ জগজিৎ সিং অরোরা
চট্টগ্রামে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের জিওসি জগজিৎ সিং অরোরা, বিমান বাহিনীর ইস্টার্ন কম্যান্ড প্রধান এয়ার মার্শাল দেওয়ান, নৌ বাহিনীর ইস্টার্ন কম্যান্ড প্রধান ভাইস এডমিরাল কৃষ্ণান এর সন্মানে মুজিব বাহিনী আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের জিওসি জগজিৎ সিং অরোরা বলেন সারে সাত কোটি বাঙ্গালীর ঐক্যবদ্ধ সংগ্রামের ফলেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন দেশের পুনর্গঠনে এবং অর্থনীতি পুনঃ প্রতিষ্ঠায় বাংলাদেশীরা পাহাড়ের মত অটল থাকবে। তিনি বলেন মুক্তি বাহিনীর সাথে কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করায় ভারতীয় সেনাবাহিনী গর্বিত। তিনি বলেন যোগাযোগ বেবস্থা পুনর্গঠন এবং অর্থনীতি সচল করার জন্যই ভারতীয় বাহিনী এখনও রয়ে গেছে। তিনি বলেন এত কম সময়ে কোন জাতি স্বাধীনতা অর্জন করতে পারেনি এবং এত রক্ত দিয়েও কোন দেশ স্বাধীনতা অর্জন করেনি। অনুষ্ঠানে দক্ষিন পূর্বাঞ্চলের বেসামরিক প্রশাসক নুরুল ইসলাম চৌধুরী ৩ বাহিনী কম্যান্ডারের উদ্দেশে মানপত্র পাঠ করেন।