২৮ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধবন্দী ভারতে নেয়া শুরু
বাংলাদেশে অবস্থানরত ভারতীয় প্রধানমন্ত্রীর বিশেষ দুত ডি পি ধর জানিয়েছেন পাকিস্তানী যুদ্ধবন্দী ভারতে নেয়া হচ্ছে এবং এই বন্দী মুক্তির সাথে শেখ মুজিবের মুক্তি এবং পাকিস্তানে অবস্থানরত ৫ লাখ বাঙ্গালীর যাদের বেশীর ভাগের বসবাস করাচীতে তাদের নিরাপত্তার বিষয় জড়িত। এদের মধ্যে দুই ব্যাটেলিয়ন সৈন্য রয়েছে। পাকিস্তানী যুদ্ধবন্দীদের ৬৩০ জনের প্রথম দল ৩ দিনের ভ্রমনে ভারতের উদ্দেশে ভোর ৪টায় ঢাকা ত্যাগ করেছে। তাদের মধ্যে নৌ বাহিনীর কিছু সৈনিকও আছে। তাদের একটি স্থানে জড়ো করার পর তাদের ব্যাবহারকৃত জিনিষ পত্র খোলা মাঠে প্রদর্শন পূর্বক প্যাকিং করানো হয় পরে তাদের ৩ কিমি দীর্ঘ লাইনে কুর্মিটোলা/ ঢাকা ক্যান্ট রেল স্টেশনে নেয়া হয়। সেখানে দুই যুদ্ধবন্দীর দুগ্ধ পোষ শিশু সহ তাদের স্ত্রী ছিল। ভারতীয় সৈন্যরা এই মহিলাদের তাদের জন্য নির্ধারিত আসন ছেড়ে দেয়। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে একাজ করা হচ্ছে কারন এতে বাংলাদেশীদের মনে ক্ষোভ সৃষ্টি হতে পারে। ট্রেন নারায়নগঞ্জ পৌছলে উৎসুক জনতা বাড়ীর ছাদ বিভিন্ন স্থান থেকে তাদের যাত্রা দেখে এবং জয়বাংলা স্লোগান দিতে থাকে। নারায়ণগঞ্জ থেকে যুদ্ধবন্দীদের ভারতীয় ষ্টীমার গঙ্গাতে করে ৩৬ ঘণ্টার ভ্রমনে খুলনা নিয়ে যাওয়া হবে। বিকালে ২য় ব্যাচে ১৫০০ জন যুদ্ধবন্দী ঢাকা ত্যাগ করবেন।